
ডান্ডিবার্তা রিপোর্ট
২০২৬ সালের ফেব্রæয়ারিতে অর্থাৎ রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমন সম্ভাবনা থাকলেও তফসিল ও ভোট গ্রহণের তারিখ সর্বোপরি নির্দিষ্ট করে নির্বাচনের কোন রোডম্যাপ এখনো ঘোষণা হয়নি। এদিকে সদর ও বন্দর আসনকে ঘিরে নির্বাচনমুখী প্রচারণায় ২-৩ জন প্রার্থীর কার্যক্রম দেখা মিললেও ক্রমাগত দীর্ঘ হচ্ছে সম্ভাব্য এমপি প্রার্থীর তালিকা। তবে ভোটারদের কাছে ব্যাপক আলোচনায় রয়েছেন মোঃ মাকসুদ হোসেন এবং বিশ্বস্ত সূত্র মারফত জানা যায়, তিনি এই আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হবার ইচ্ছে ব্যক্ত করে যাচ্ছেন। তার বিষয়ে আরো জানা গেছে, তিনি মুছাপুর ইউনিয়ন পরিষদ থেকে ৩ বার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং ২০২৪ সালে অনুষ্ঠিত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জানা গেছে, অতি স¤প্রতি মাকসুদ হোসেন তিনি তার ব্যক্তিগত অর্থায়ণে বন্দরের নবীগঞ্জ স্ট্যান্ড থেকে মিনারবাড়ি সড়ক এবং ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজার থেকে চাঁন মার্কেট পর্যন্ত দুটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন গর্ত ও খানাখন্দ ভরাট এবং সড়ক দুটি সংস্কার করে দিয়ে গাড়িচালক, যাত্রীসাধারণ ও জনগণের মন জয় করে নিয়েছেন। তাছাড়া ব্যক্তিগত অর্থায়ণে বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু রাস্তা, ছোট ছোট ব্রিজ ও ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ ও সংস্কার, অসহায়দেরকে ঘর নির্মাণ করে দেয়া এবং ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ও মন্দিরের কল্যাণে আর্থিক সহায়তা এবং অসুস্থদেরকে চিকিৎসা সহায়তা ও খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এই আসনের জনগণের কাছে মাকসুদ হোসেনের একটি পজিটিভ অবস্থান সৃষ্টি হয়েছে। এজন্য এ আসনের সাধারণ ও সচেতন জনগণ তাকে পছন্দ করছেন এবং স্বতন্ত্র প্রার্থী হবার বিষয়ে মাকসুদ হোসেনকে পরামর্শ দিচ্ছেন সাধারণ জনগণ ও তার কর্মী সমর্থকরা। এদিকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন চাইছেন ৩ বার এই আসন থেকে ইতিপূর্বে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মোঃ আবু আল-ইউসুফ খাঁন টিপু, মডেল গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসদুল আলম খন্দকার খোরশেদ। এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতিমধ্যে দলটির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনউদ্দিন আহম্মেদকে অত্র আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তাছাড়া এ তালিকার বাইরেও আরো কিছু সংসদ সদস্য প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন যাদের নাম এখনো দলীয়ভাবে চূড়ান্ত করা হয়নি। জানা গেছে, বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন, সদর উপজেলার ২টি ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭টি ওয়ার্ড নিয়ে সদর ও বন্দর আসনটি গঠিত। যেখানে সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী প্রায় ৪ লাখ ৯৪ হাজার ভোটার রয়েছে, তবে নতুন ভোটার হিসেবে আরো ৩০ হাজার ভোটার বাড়ার সম্ভাবনা রয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯