
ডান্ডিবার্তা রিপোর্ট
একসময় শত শত শ্রমিকের কর্মসংস্থান হিসেবে পরিচিত ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইকবাল গ্রæপ অফ ইন্ডাস্ট্রিজ। ইকবাল গ্রæপ অফ ইন্ডাস্ট্রিজের গার্মেন্টসে শত শত নারী-পুরুষ কাজ করে জীবন জীবিকা পূরণ করতেন। ইকবাল গ্রæপের ব্যাপক সুনাম ছিল। সকাল দুপুর ও রাতে ইকবাল গ্রæপ থেকে শত শত শ্রমিক সারিবদ্ধভাবে পায়ে হেঁটে কাজ শেষ করে বাড়ি ফিরে যেতেন। এখন আর সেই ইকবাল গ্রæপ আগের চিত্র নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে লক্ষ লক্ষ টাকার ভ্যাট ট্যাক্স প্রদান করেও পায়নি কোন সুযোগ সুবিধা। ইকবাল গ্রæপ অফ ইন্ডাস্ট্রিজের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতে কোমড় পর্যন্ত পানিতে তলিয়ে থাকতো এ শিল্প প্রতিষ্ঠানটি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর দৃষ্টি আকর্ষণ চেয়ে একাধিকবার পত্র-পত্রিকায় প্রতিষ্ঠানটির জলাবদ্ধতা নিয়ে সংবাদ প্রকাশিত হলেও ব্যবস্থা নেননি সাবেক এই মেয়র আইভি। ব্যবস্থা না নেওয়ার ফলে ফ্যাক্টরিতে রোলিং মিল পানিতে নষ্ট হয়ে যায়। পাশাপাশি বিভিন্ন গার্মেন্টস মালিকপক্ষ ইকবাল গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ থেকে নিজেদের গার্মেন্টস প্রতিষ্ঠান সরিয়ে নিতে বাধ্য হয়। জলাবদ্ধতার কারণে ইকবাল গ্রæপ অফ ইন্ডাস্ট্রিজ কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। বর্তমানে কারখানাগুলো ফাঁকা রয়েছে নেই কোন কর্মসংস্থান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পানি নিষ্কাশনের ব্যবস্থা না করার কারণে আজ এত বড় একটি প্রতিষ্ঠান বিলুপ্ত হয়েছে। এতে করে শত কোটি টাকার ক্ষতি হয়েছে এমনটা দাবি মালিকপক্ষের। সরকারকে এখনো পর্যন্ত ভ্যাট ট্যাক্স প্রদান করার পরেও পাচ্ছে না জলাবদ্ধতার হাত থেকে রেহাই। জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ পুলে অবস্থিত ইকবাল গ্রæপ অফ ইন্ডাস্ট্রিজ। এই কারখানাটিতে একসময় শত শত নারী ও পুরুষ শ্রমিক কাজ করতেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের পর বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় কারখানাটির কোটি কোটি টাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মেশিনারিজ নষ্ট হয়ে পড়ে। পাশাপাশি জলবদ্ধতার কারণে ইকবাল গ্রæপে বিভিন্ন গার্মেন্টস ব্যবসায়ীরা ফ্লোর গুলো ছেড়ে দেয়। তৎকালীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র কে অবগত করা হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। গতকাল রবিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, গত কয়দিনের টানা বৃষ্টিতে কোমড় পানিতে তলিয়ে আছে সিদ্ধিরগঞ্জের ইকবাল গ্রæপ অফ ইন্ডাস্ট্রিজ। কারখানাটি থেকে বৃষ্টির পানি বের হওয়ার ড্রেন না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ইকবাল গ্রæপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকপক্ষ জানায়, প্রতি বছর সরকারকে মোটা অংকের ভ্যাট ট্যাক্স নিয়মিত প্রদান করে আসছি। কিন্তু সে অনুযায়ী সরকার আমাদের সুবিধা দিতে ব্যর্থ হয়েছে। কারখানার পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে দেওয়ায় আমাদের কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে। আমাদের নিজেদের উদ্যোগে পাম্প বসিয়ে জমাট পানি গুলো মেইন রোডে ফেলতে হচ্ছে। এই ক্ষতিপূরণ আমাদেরকে কে দেবে??। এখনো পর্যন্ত পরিত্যক্ত কারখানাটির পানি নিষ্কাশনের ব্যবস্থা না করার কারনে কারখানাটি এখনো পানির নিচে তলিয়ে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয় জানতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিইও মোঃ জাকির হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জের ইকবাল গ্রæপের জলবদ্ধতার বিষয়টি আমি অবগত ছিলাম না, এখন যখন জেনেছি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে ব্যবস্থা নেব।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯