আজ সোমবার | ১৪ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ১৮ মহর্‌রম ১৪৪৭ | দুপুর ২:৩৫

না’গঞ্জ বিএনপি নেতারা নজরদারিতে

ডান্ডিবার্তা | ১৪ জুলাই, ২০২৫ | ১২:০৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিগত সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতারা একচেটিয়া অপরাধ জগত চালিয়ে এখন পলাতক রয়েছে। আওয়ামী লীগের অপকর্মকারীরা পালিয়ে গেলেও এখনো সমাজের বিভিন্ন জায়গায় চাদাঁবাজি, ভুমিদস্যুতা, ধর্ষণের মত অপরাধ বন্ধ হয় নাই। কিন্তু স্বৈরশাসনের অপকর্মকারীরা পালিয়ে যাওয়ার পর এখন কারা এই ধরনের অপকর্ম করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছরের ৫ আগষ্টের পরে নারায়ণগঞ্জ বিএনপির কতিপয় নেতার বিরুদ্ধে অপকর্মের অভিযোগ উঠায় তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়। এছাড়া আরও অনেককে নজরদারিতে রেখে তাদেরকে করা হুশিয়ারি বার্তা দিয়েছে দলটির হাই কমান্ড। গত ১৩ মে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহা সচিব স্বাক্ষরিত এক বার্তায় বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার কারনে যাদের দল থেকে বহিস্কার করা হয়েছে তাদের সাথে কোন প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। একই সাথে উল্লেখ্য বহিস্কৃত ব্যক্তির সাথে সম্পর্ক রাখিলে দলের সিদ্ধান্তকে অমান্য করার বহিঃপ্রকাশ বটে। এদিকে বহিস্কার না হওয়া অন্য নেতাদের আমল নামা নিয়ে আলোচনা হচ্ছে। তাছাড়া বিএনপিতে এখন ক্লিন ইমেঝের নেতাদের খোজ রাখছে দলটির হাই কমান্ড। নারায়ণগঞ্জ রাজনৈতিক বক্তব্য-বিবৃতিতে কেউ যেন কোন উসকানি না ছড়ায় বা বেফাঁস মন্তব্য না করেন, সেজন্য দলের পক্ষ থেকে করা হচ্ছে হুঁশিয়ারি বার্তা দেয়া হয়েছে। এক্ষেত্রে ব্যতয় ঘটলে দেওয়া হচ্ছে শোকজ (কারণ দর্শানোর) নোটিশ। প্রয়োজনে অভিযুক্তদের দল থেকে করা হচ্ছে বহিষ্কারও। কোনো ধরনের অনিয়ম বা অভিযোগই বরদাশত করছে না দলীয় হাইকমান্ড। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সা¤প্রতিক এক ভার্চুয়াল সভায় ‘কঠোর সতর্ক বার্তা’ দিয়েছেন। তিনি জানিয়েছেন, শৃঙ্খলার স্বার্থে স্বার্থপর হবে বিএনপি। অন্যদিকে বিএনপি নেতারা বলেছেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নিজস্ব সিদ্ধান্ত-স্বার্থ নিয়ে কাজ করবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বহিষ্কার করা হবে। কোনো অপরাধের জন্য ছাড় দেওয়া হবে না। মাস কয়েক আগে বাসের চালককে মারধরের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সদস্য সচিব ইকবাল হোসেনকে বহিস্কার করে দল। এই ঘটনার রেশ না কাটতেই ৫ মাস বেশি সময়ের পর নারায়ণগঞ্জে ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক প্রভাবশালী নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিস্কার করে বিএনপি হাইকমান্ড। তাদের এই ঘটনার মাঝে বন্দর বিএনপির সদস্য সচিব চাঁদাবাজির অভিযোগে শোকজ করা হয়। এর আগে মহানগর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগ উঠে। এমনকি তাকে দল থেকে বহিস্কারের দাবী জানিয়ে তার দলের নেতাকর্মীরা আন্দোলন করেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশজুড়ে বড় রকমের বিশৃঙ্খলার শঙ্কা দেখা দিয়েছে তাতে বিএনপির হাইকমান্ড কঠোর অবস্থান নিয়ে নেতাকর্মীদের লাগাম টেনে ধরেছে। সাংগঠনিক প্রতিযোগিতার জেরে অভ্যন্তরীণ বিরোধ থেকে যেন কোনো ধরনের মারামারি না হয় সেদিকে যেমন নজর রাখছে শীর্ষ নেতৃত্ব, তেমনি আর্থিক কোনো ঝামেলা বা কেলেঙ্কারিতে যেন কেউ না জড়ায় সে বিষয়েও দিয়ে দেওয়া হচ্ছে কড়া বার্তা। তথ্যমতে, নারায়ণগঞ্জে গডফাদার শামীম ওসমান পালানোর সাথে সাথে তার অপরাধ সাম্রাজ্যের অনেক মাফিয়া দোসররা পালিয়ে যায়। কিন্তু তাদের দখল, চাঁদাবাজিসহ নানা সিন্ডিকেটে জড়িয়ে পড়ে কতিপয় লোক। এদের অনেকে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে সংবাদমাধ্যমে খবর প্রচার হতে থাকে। অভিযোগগুলো ইতোমধ্যে পৌঁছে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও। তিনি একাধিকবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। কিন্তু কে শুনে কার কথা, সকলেই এখন টাকা কামানোতে মগ্ন রয়েছে, তারপরও জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের নিবৃত করা যাচ্ছিল না বিধায় শোকজ ও বহিষ্কারের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে থাকে হাইকমান্ড থেকে। গত বছর ১২ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সদস্য সচিব ইকবাল হোসেনকে বহিস্কার করে দল। তার বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। এর দুই সপ্তাহে ব্যবধানে অনৈতিক কর্মকান্ডে অভিযোগ প্রমাণিত হওয়ার নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের কমিটি বিলুপ্ত করা হয়। মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, “বিএনপি যেহেতু আগামী নির্বাচনে প্রধান একটি দল এবং সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশের বেশিরভাগ মানুষের ভোট পেয়ে নির্বাচিত হবে। সেটাকে কিছু কুচক্রিমহল ভালোভাবে নিচ্ছে না। তারা বিএনপির বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে” এজন্য সকলকে সচেতন থাকতে হবে। এ বিএনপি নেতা বলেন, বিএনপির মধ্যে এজেন্ট ঢুকে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অপকর্মের সৃষ্টি করে এদেশের গণতন্ত্রকে ব্যাহত করতে চাচ্ছে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়ে বিএনপিকে জনগণের কাছে বদনাম করতে চাচ্ছে। আপনারা এটা যদি না চান, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল বিষয়ে নজর রাখতে হবে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা