আজ সোমবার | ১৪ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ১৮ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৩:২০

উন্নত জাতি ও সুন্দর পৃথিবী গড়তে হলে বই পড়ার বিকল্প কিছু নেই

ডান্ডিবার্তা | ১৪ জুলাই, ২০২৫ | ১১:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, বই আপনাকে অতীত, বর্তমান, ভবিষ্যতের সব কালে নিয়ে যেতে পারে। যে দেশে আপনার কোনো দিন যাওয়ার সম্ভাবনা নেই, বইয়ের রথে চেপে আপনি অনায়াসে সে দেশে যেতে পারেন।’ পুস্তক মূলত দূর ও কাছের মধ্যে, অতীত এবং ভবিষ্যতের সঙ্গে সাঁকো বেঁধে দেয়; সেই সাঁকোর সাহায্যে আমরা অবাধে জ্ঞানের জগতে প্রবেশ করতে পারি। গতকাল রবিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন লাইব্রেরী সহ জেলা কারাগারে বই বিতরণ কালে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় এবং সেই জ্ঞান ব্যবহার করে জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলা যায়। বই জ্ঞানার্জনের প্রধান মাধ্যম। বই পড়ার মাধ্যমে ছাত্রছাত্রীরা নতুন কিছু শিখতে পারে এবং তাদের জ্ঞান বৃদ্ধি পায়। বই শিক্ষার্থীদের সঠিক পথে চলতে সাহায্য করে, তাদের মধ্যে মানবিক গুণাবলী তৈরি করে এবং তাদের ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বই বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত হয়। বই একটি চমৎকার উপহার, যা শিক্ষার্থীদের সবসময় উৎসাহিত করবে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বইয়ের গুরুত্ব, বই পড়ার আনন্দ, জ্ঞানার্জনে বইয়ের ভূমিকা এবং শিক্ষার্থীদের জীবন গঠনে বইয়ের প্রভাব ইত্যাদি বিষয়গুলো আলোচনা করেন। এছাড়াও, বই বিতরণের মাধ্যমে পাঠকদের মধ্যে জ্ঞান বিতরণের আনন্দ এবং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার কথাও বলা হয়। নিবার্হী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের সঞ্চালনায় বক্তব্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাশফুকুর রহমান, জেলা সুপার ফোরকান ওয়াহিদ, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর রুমন রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, গ্ৰন্থাগারের পরিচালক দেবাশীষ ভট্টাচার্য্য, গণ সংহতির সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, বৈষম্য বিরোধী আন্দোলনের আহŸায়ক নিরব রায়হান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা