আজ মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্‌রম ১৪৪৭ | রাত ২:০৯

ট্রাকের ধাক্কায় ২জন নিহত চালক-হেলপার আটক

ডান্ডিবার্তা | ১৪ জুলাই, ২০২৫ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-০২১৩) এর ধাক্কায় মো. সোহেল মিয়া (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে মহাসড়কের সানারপাড় মৌচাক বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয় জনতা ঘাতক ট্রাক এবং ট্রাক চালক মো. মাহবুব ও তার সহকারী মেহেদী হাসানকে আটক করে। খবর পেয়ে কাঁচপুর থানা হাইওয়ে পুলিশের শিমরাইল ফাড়ির ইনচার্জ এসআই মো. জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দ্রæত ঘটনাস্থলে পৌছলে জনতা তাদের কাছে আটকদের সোপর্দ করে। নিহত মো. সোহেল মিয়া গাজীপুর জেলার কাপাসিয়া থানার ঘাগটিয়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘাতক ট্রাকটি মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে সোহেল মিয়া রাস্তায় ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসআই মো. জুলহাস উদ্দিন জানান, ট্রাক চালক মো. মাহবুব ও তার সহকারী মেহেদী হাসানের রিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীণ রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা