
ডান্ডিবার্তা রিপোর্ট
পুরান ঢাকার ভাঙারী ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিবাগত রাতে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবশে অনুষ্ঠিত হয়। কলেজ শাখার আহŸায়ক মৌমিতা নূরের সভাপতিত্বে যুগ্ম আহŸায়ক অপুর্ব রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কলেজ শাখার সদস্য শেখ সাদী, মিম। আরো বক্তব্য রাখেন কদম রসুল কলেজ শাখার যুগ্ম আহŸায়ক অনামিকা চৌধুরী। সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ শাখার সদস্য আহাদ, হেমা, তাহমিদ, সানজিদা। কদম রসুল কলেজ শাখার সদস্য আরিফ। ফতুল্লা থানার সংগঠক জাওয়াদ আলম চৌধুরী। বক্তব্যে কলেজ শাখার সদস্য শেখ সাদী বলেন, আন্দোলনের পরবর্তীতে দেশের এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য না। আমরা সরাষ্ট্র উপদেষ্টাকে বলছি দ্রæততার সাথে এই হত্যাকান্ডের বিচার করুন। এই বিচারহীনতা আর মানা যায় না। সভাপতির বক্তব্যে মৌমিতা নূর বলেন, ব্যবসায়ী সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে তা বাংলাদেশের জন্য ভয়ংকর নজির। তবে এই নজির এই প্রথম নয়। এর আগেও বিশ্বজিৎ,আবরার ফাহাদ,ত্বকি,তোফাজ্জল সর্বশেষ সোহাগকে এই দেশে অকাতরে প্রাণ দিতে হয়েছে। এতো সাহস এখনো মানুষের মধ্যে জন্মায় তার কারণ বিচারহীনতার সংস্কৃতি। এই সংস্কৃতি না রুখতে পারলে এমন হত্যা চলতেই থাকবে। আমরা বারবার প্রসাশনকে যথাযথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তৎপর হতে বলছি। হত্যাকারী যে দল,মতের হোক বিচার হওয়া বাঞ্চনীয়। তবে এই যে সিমেন্টের বøক দিয়ে থেতলে ফেলার মতো এত বিকৃত চিন্তা মানুষ পায় কিভাবে? এর পেছনে রয়েছে ক্ষমতা ও শিক্ষাব্যবস্থার হাত। ক্ষমতার ব্যবহার হয় ভুল জায়গায়। এবং শিক্ষাব্যবস্থা মানুষের নীতি নৈতিকতা গঠনে সহায়ক নয়। ফলে শিক্ষাব্যবস্থার উন্নতি হওয়াও ভীষণ জরুরী।
ই-
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯