
ডান্ডিবার্তা রিপোর্ট
জন ভোগান্তি লাঘব করতেই নগরীর অন্যতম প্রধান সড়কের পাশে জমে থাকা ময়লা পরিষ্কার করেছে নারায়ণগঞ্জ সিটি কপোরেশন। পরিবেশকে সুন্দর ও মনোরম করতে সেখানে রাখা হয়েছে বেশ কয়েকটা ফুল গাছের টব। একই জায়গায় যাতে আবার ময়লা না ফেলা হয় সেই নির্দেশনা দিয়ে টানিয়ে দেওয়া হয়েছে ব্যানার। তবু সেই নির্দেশনা মানেনি স্থানীয়রা। ফুল গাছের নিচে জমে থাকতে দেখা গেছে ময়লা-আবর্জনা। গতকাল সোমবার নগরীর ১৩নং ওয়ার্ড এলাকার নবাব সিরাজউদ্দৌলা সড়কে জাহাজ অফিসের সামনে দেখা মেলে এমন চিত্রের। ময়লা আবর্জনা না ফেলার জন্য লাগানো ব্যানার ও ফুল টবের পাশেই জমেছে ময়লা। এতে স্থানীয়দের দোষারোপ করেছেন পথচারীরা। পথচারী চাকুরীজীবি শান্ত বলেন, প্রতিদিন সকালে এই রাস্তা দিয়েই অফিসে যাই, আবার একই রাস্তা দিয়ে বাসায় ফিরি। এই সড়কটাতে সব সময় ময়লা জমে থাকতো। সিটি কর্পোরেশন ময়লা নিয়ে গেলেও আবার ফালাতো, যেন এটা কোন স্থায়ী ডাম্পিং স্পট হয়ে গেছে। গতকাল রাতে বাসায় যাওয়া সময় দেখেছি ময়লা পরিষ্কার করে খুব সুন্দর ভাবে কয়টা গাছ লাগিয়ে দিয়ে গেছে তারা। কিন্তু এক রাত পার না হতেই সেখানে আবারো ময়লা ফেলেছে স্থানীয়রা। এনসিসি তো চেষ্টা করেছে সুন্দর রাখার সেখানে স্থানীয়রা যদি নিজের ঘর নোংরা করে রাখে সেখানে কেন আর অন্য কেউ মাথা ঘামাতে যাবে। ফুলের গাছের নিচে ময়লা ফেলতে তাদের বিবেকে বাধে না? আরেকজন পথচারী সিয়াম বলেন, রাস্তাঘাট ময়লা থাকলে আমরা সবসময় এনসিসিকে দোষ দেই। কিন্তু আজ তো চোখেই দেখছি এখানে আমাদের নিজেদের ঠিক আগে হতে হবে। এই রাস্তা দিয়ে যে কয়জন মানুষ বিগত কাল ফুলের টব দেখে গেছে তারা সবাই খুশি ছিলো। আজ আবারও একই অবস্থা দেখে হতাশ হয়েছি। এইযে এতো আন্দোলন, এতো সংস্কার নিয়ে কথা হচ্ছে। আগে আমাদের মানসিকতার সংস্কার করতে হবে। স্থানীয় বাসিন্দা সাহেল বলেন, এনসিসির এই উদ্দ্যেগ নেওয়ায় আমরা খুব খুশি হয়েছি। এই সড়কে ময়লা থাকলে একজন পথচারীর থেকে স্থানীয় বাসিন্দাদের বেশি কষ্ট হয়। একজন পথচারী নাক চেপে হয়তো রাস্তাটা পার হয়ে যাবে, কিন্তু একজন বাসিন্দা সারাদিন এই দুর্গন্ধের মধ্যেই থাকতে হবে। জায়গাটা পরিষ্কারের পরও ময়লা ফেলাটা ঠিক হয়নি। তবে এখানে সম্পূর্ন দোষ স্থানীয়দের দিলে চলবে না। স্থানীয়দের মধ্যে অধিকাংশ বাসিন্দারা এই সড়কে ময়লা ফেলে না। সারাদিন ভ্যনে করে ডাব বিক্রি করে রাতে যাওয়ার সময় এখানে ফেলে দিয়ে যায়। খানপুর, আমরাপাড়া, কালিরবাজারের অনেককে দেখেছি বস্তা বস্তা ময়লা রিকশায় করে নিয়ে এসে ফেলে চলে যায়। কালির বাজারের পলের আড়তের ময়লা এখানেও ফেলা হয়। এগুলো থেকে বের হতে হলে আমাদের সকলকে চেষ্টা করতে হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯