আজ মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৩:৪৯

বেপরোয়া পুলিশ সোর্স রাব্বি

ডান্ডিবার্তা | ১৫ জুলাই, ২০২৫ | ১০:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের চিহ্নিত সোর্স হিসেবে এলালায় পরিচিত রাব্বি ওরফে ফর্মা রাব্বি। বর্তমানে সে নিজেকে যৌথ বাহিনীর সোর্স পরিচয়ে ফতুল্লাসহ আশে পাশের এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। জুয়ার বোর্ড, বøাকমেইলিং, পতিতা ব্যবসা, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়ালেও রহস্যজনক কারনে নীরব দায়িত্বশীল কতৃপক্ষ। এমন অভিযোগ স্থানীয়দের। পুলিশ সোর্স কুটুম আলী রাব্বির অব্যাহত বিতর্কিত কর্মকান্ডের কারনে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূতি ক্ষুন্ন হচ্ছে বলেও সচেতন মহল মনে করেন। এদিকে, পুলিশ সোর্স রাব্বির অপকর্মের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিস্তারিত তুলে ধরাসহ এবং জরুরী ভিত্তিতে রাব্বির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সূত্রে জানা যায়, ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ফাজিঁলপুর এলাকায় সোর্স রাব্বি ওরফে কুটুম আলী রাব্বির বসবাস। এলাকায় চিহ্নিত চোর এবং পুলিশ সোর্স হিসেবেই সবার কাছে পরিচিত। কয়েক বছর পূর্বে ফতুল্লা পুলিশের সাথে সখ্যতার মাধ্যমে পুলিশের সোর্স হিসেবে কাজ করা শুরু তার। এরপর থেকেই এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভূক্ত লোকজনদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়াসহ মাদক ব্যবসার সাথে জড়িয়ে পরে এই রাব্বি। এমনকি, সোর্স রাব্বি কয়েকজন উঠতি বয়সের ছিচকে চোরদের নিয়ে ফতুল্লার বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে ছিনতাই শুরু করেও এলাকার স্থানীয় মুরুব্বিগণ অভিযোগ করেন। কিছুদিন পূর্বে ফতুল্লার ঢালীপাড়া এলাকায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে গণধোলাইয়ের স্বীকার হয় সোর্স রাব্বিসহ তার সহযোগীরা। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন এস আই আতিকের সোর্স হিসেবে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে করাতে সক্ষম হয়। এরপর থেকে এলাকার মাদক ব্যবসায়ীদের মাঝে ভীতি সঞ্চার ঘটে। এ সুযোগকে কাজে লাগিয়ে ডিবি পুলিশের সোর্স পরিচয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা নেওয়া শুরু করে রাবৃবি। বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশে অবগত হলে সোর্স রাব্বিকে শাসিয়ে দেয়া হয় এবং ডিবি অফিস থেকে বের করে দেয়া হয়। অভিযোগ রয়েছে, কয়েকজন পতিতাদের নিয়ে প্রভাবশালী লোকজনদের টার্গেট করা হয় এবং টার্গেট মোতাবেক খদ্দেরদের সাথে খারাপ মেয়েদের অশ্লীল ছবি ও ভিডিও ধারন করার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে সোর্স রাব্বির বিরুদ্ধে। স¤প্রতি, ফতুল্লার রুসেন হাউজিং এলাকার স্বপ্না নামের এক পতিতাকে দিয়ে স্থানীয় এক বাড়ীওয়ালাকে সোর্স রাব্বি বø্যাকমেইলিংয়ের মাধ্যমে আড়াইলাখ টাকা হাতিয়ে নয়। বর্তমানে যৌথ বাহিনীর নাম ভাঙ্গিয়ে ফতুল্লাসহ আশে পাশের এলাকায় বিভিন্ন এলাকায় অপকর্ম করে বেড়াচ্ছে সোর্স রাব্বি এমনই অভিযোগ করে আসছে স্থানীয় বাসিন্দারা। অধিকাংশ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ীতে সোর্স রাব্বিকে দেখা যাওয়ায় স্থানীয় লোকজন ভয়তে কিছু বলতেও পারছেও না বলে এলাকাবাসী অভিযোগ করেন। বর্তমানে সোর্স রাব্বির ভয়তে সর্বদাই সাধারন মানুষ আতংকের মধ্যে দিনানিপাত করছে। এঅবস্থায় পুলিশ সোর্স কুটুম আলী রাব্বির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। ফতুল্লা মডেল থানার (ওসি) শরীফুল ইসলাম জানান, বিতর্কিত পুলিশ সোর্সদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছেন। এমনকি, থানার প্রতিটি অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে, পুলিশের গাড়ীতে যেন কোন সোর্সকে না উঠানো হয়। আর পুলিশ সোর্স রাব্বির বিরুদ্ধে ভোক্তভোগী কেউ অভিযোগ জানালে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা