আজ বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ২১ মহর্‌রম ১৪৪৭ | দুপুর ২:৪০

ফের দখলের কবলে মীরজুমলা সড়ক

ডান্ডিবার্তা | ১৭ জুলাই, ২০২৫ | ৮:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৫ আগষ্টের পর কিছুদিন শৃঙ্খলা ছিলো শহরের দিগুবাবুর বাজার সংলগ্ন মীর জুমলা সড়কে। কারণ তখন সড়কটির দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় বড় চার চাকার গাড়িও চলাচল করতে দেখা যায় সড়কটিতে। তবে কিছুদিন এক রকম থাকার পর এখন আবারো আগের অবস্থানে ফিরে গেছে মীরজুমলা সড়ক। সরজমিনে গিয়ে দেখা যায়, উকিলপাড়া মোড় থেকে শুরু হয়ে মীর জুমলা সড়ক শেষ হয়েছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের সামনে গিয়ে। বতর্মানে এই সড়কের দুই পাশ দখল করে আছে, মাছ, মুরুগী, সবজি বিক্রেতাসহ দিগুবাবুর বাজারের ব্যবসায়ীরা। তারা প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা চাঁদার বিনিময়ে জনসাধারণের চলাচলের এই সড়কটি দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। যার ফলে যানজট বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন লাখ লাখ নগরবাসী ভোগান্তির শিকার হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় প্রশাসন ও রাজনীতিবিদরা একাধিক সভা ও সিদ্ধান্তের পরও মীর জুমলা সড়ক দখল মুক্ত করতে ব্যর্থ হন। এ নিয়ে নাসিকের সাবেক মেয়র আইভী প্রকাশ্যে নিজ দলের নেতাদের চাঁদাবাজীকে দায়ী করেছিলেন। এদিকে সেই ধারাবাহিকতা এখনো চলছে বলেই মনে করছেন অনেকে। কারণ ৫ আগষ্টের পর প্রশাসনের একের পর এক উচ্ছেদ অভিযানের পাশাপাশি মহানগর বিএনপি নেতাদের কঠোরতাতেও চাঁদাবাজির কারণে দখল মুক্ত হয়নি সড়কটি। এমনকি অভিযোগ পাওয়া গেছে, মহানগর বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু এ নিয়ে কথা বলায় তাকে চাঁদাবাজ উল্লেখ করে ব্যানার ফেস্টুন লাগানো হয়। শহরের কালীরবাজার এলাকার বাসিন্দা শওকত হোসেন বলেন, কিছুদিন রাস্তা ক্লিয়ার আছিল। এখন আবার আগের মতো। রাস্তায় মুরগীর দোকান বসছে। সেই মুরগীর দোকানে ওজনে কম দিচ্ছে। আপনারা নিউজ করলে পরদিন ডিসি অফিস থেকে সরকারি তেল খরচ করে গাড়ি দিয়ে অফিসার এসে অভিযান করে যায়। একঘন্টা পর আবারো শুরু। তারা গোড়া থেকে সমস্যার সমাধান করতে পারছেনা। তাই সড়ক দখলই থাকছে। এর নেপথ্যে যারা আছে তাদের ধরে সেনাবাহীনি একদিন বলে দিলে আর রাস্তা দখল হয়না এবং যানজটও থাকেনা। ভোগান্তির কথা জানিয়ে দিগুবাবুর বাজার সংলগ্ন সরকারি এক কলোনীর বাসিন্দা বলেন, আমরা সরকারি চাকরি করি। তাই মীর জুমলা সড়কের কলোনীতে থাকি। কিন্তু এখানে সকাল বিকাল রাত আমাদের বাড়ির সামনের রাস্তা দখল করে বাজার বসানো হয়। আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে উচ্চ মহলে কষ্টের কথা জানিয়েও কোনো প্রতিকার পাইনি। কারণ এখানে কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। সিটি করপোরেশন থেকে বাজারের টেন্ডার হয়। কিন্তু ঠিকাদার রাস্তাও নিজের সম্পত্তি মনে করে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা