আজ বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ২১ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৩:৪৬

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে দাপুটে প্রার্থীরা

ডান্ডিবার্তা | ১৭ জুলাই, ২০২৫ | ৯:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
প্রভাবশালী নেতা শামীম ওসমানের নামে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনটি রয়েছে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। ২০০৮ সাল থেকে টানা এই আসনটি দখলে রেখেছে আওয়ামীলীগ। ২০০১ সালে বিএনপি নির্বাচিত হওয়ার পর এখনো কোন প্রার্থী জয়ী হতে পারেনি। ২০০৮ সালে বিএনপি প্রার্থী অল্পভোটে ব্যবধানে পরাজিত হলেও ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ আসনটি বিএনপি নিয়ন্ত্রণে রয়েছে নেতাদের। লন্ডনে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর জামায়াত-বিএনপি-এনসিপি যৌথ সভা হয়েছে। সেখানে আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একাধিক আলোচনা চলমান রয়েছে। যার ফলে জোটের প্রার্থী দেয়া হলে হেভিওয়েট প্রার্থী কার কপালে জুটবে মনোনয়ন সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। একাধিক সূত্রে জানা গেছে, বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশায় রয়েছেন সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, শিল্পপতি শাহআলম, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন, জমিয়তে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আহবায়ক মুফতি মনির হোসাইন কাসেমী ও ইসলামী আন্দোলনের মুফতি ইসমাঈল সিরাজী। এছাড়া আরো অনেক দলের মধ্যে প্রার্থীদের তোড়জোড় থাকলেও নির্বাচনের তফসিলের আগে পরে বুঝা যাবে তাদের পরিচয়। মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি। ২০২৪ সালের ২৯ নভেম্বর জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর সভাপতি নির্বাচিত তিনি। নারায়ণগঞ্জের পাচঁটি আসনের মধ্যে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে দলীয় মনোনয়ন পান তিনি। মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ সরকার বিরোধী প্রচারণা করেছেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসন আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রয়েছেন। এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি, আহবায়ক, সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোহাম্মদ শাহ আলম আওয়ামী লীগের প্রার্থী সারাহ বেগম কবরীর সঙ্গে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে মাত্র ২ হাজার ১০০ ভোটের ব্যবধানে পরাজিত হন। ফতুল্লা থানা বিএনপির সভাপতি ছিলেন মোহাম্মদ শাহ আলম। আওয়ামীলীগ সরকার টানা ক্ষমতা থাকায় মামলায় গ্রেপ্তার আতংকে ২০১৯ সালের ২৬ ফেব্রæয়ারি তিনি স্বাস্থ্যগত কারণে এই পদে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে পদত্যাগ করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ ফতুল্লার সিদ্ধিরগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ২০ দলীয় জোটের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামের প্রার্থী হন। বিএনপির অধিকাংশ নেতাকর্মীই মুফতি মনির হোসাইন কাসেমী সম্পর্কে ভাল করে জানেন না। কোনও আন্দোলন সংগ্রামেও তাকে রাজপথে দেখা যায়নি বলে তাদের দাবি। এলাকায় অপরিচিত মনির হোসেন কাসেমীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় জেলা বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশ হন। মনির হোসেন কাসেমীকে ভোটের মাঠে দেখা যায়নি এবং কোনো ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট দেননি। নির্বাচনের চার দিন আগে অসুস্থতার অজুহাতে হাসপাতালে ভর্তি হন তিনি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সূত্র নিয়ে গত ৭ মার্চ বিভিন্ন গণমাধ্যমে ৫০জন নেতা নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে সংবাদ প্রকাশ হয়। সেখানে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে আব্দুল্লাহ আল আমিনের নাম প্রকাশ হলে আলোচনা সৃষ্টি হয়। এর কয়েকদিন পরই ২০ এপ্রিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যদের শৃঙ্খলা রক্ষা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের জন্য একটি নতুন শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জের অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনকে এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে দলটির যুগ্ম সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত এ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে আলোচনা আছে। নারায়ণগঞ্জের রাজনীতিতে পরিচিত মুখ, বিশিষ্ট ওয়ায়েজ, ব্যবসায়ী, দানশীল, সমাজসেবক জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, নারায়ণগঞ্জ ফতুল্লা থানার কাশিপুর ইউপির ভোলাইল আল আকসা জামে মসজিদের ১৭ বৎসরের খতিব, ফতুল্লা পঞ্চবটি তারতীলুল কোরআন মাদরাসার ভাইস প্রিন্সিপাল, ২০১৩ সাল থেকে নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে সক্রিয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও নায়েবে আমীরের নির্দেশে রাজপথে থেকে সক্রিয়ভাবে অগ্রণী ভ‚মিকা পালন করেছেন। তিনি ফতুল্লা-সিদ্দিরগঞ্জ এর প্রতিটি এলাকা চষে বেড়াচ্ছেন।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা