আজ বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ২১ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৩:১৮

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে

ডান্ডিবার্তা | ১৭ জুলাই, ২০২৫ | ৯:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা দিন দিন ক্ষুব্ধ হয়ে উঠেছে। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার¤্রান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্যে ফুঁসে উঠছে বিএনপি নেতাকর্মীরা। গতকাল বুধবার বন্দরেও বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মিছিল করেছে। এবার বিএনপি এর জবাব দিতে নতুন করে মাঠে নামার ঘোষনা দিয়েছে। বিএনপি নেতাকর্মীরা বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের সিংহভাগ মানুষ বিএনপিকে ভোট দেয়। আর বর্তমানে বিএনপির অবস্থান সুদৃঢ় হওয়ায় কয়েকটি রাজনৈতিক দলে গায়ে জ¦ালা শুরু হয়েছে। তারা এবার বিএনপিকে জনবিচ্ছিন্ন করার জন্য নানা ফন্দিফিকির করছে। এ জন্য তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। কারণ ঐ সকল দলগুলি জানে বিএনপির সামনে তাদের জামানত টিকবে না। তাই পরিকল্পিত ভাবে তারা বিএনপির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আমরা যারা বিএনপি করি আমরা জানি কিভাবে তাদের মোকাবেলা করতে হবে। আমরা তাদের রাজনৈতিক ভাবেই মোকাবেলা করব। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং দেশব্যাপী ‘নৈরাজ্য সৃষ্টির পায়তারা’র প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সংলগ্ন সড়ক থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই নারায়ণগঞ্জে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। কর্মসূচিকে সফল করতে জেলার আওতাধীন বিএনপির সকল থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরকে সক্রিয় অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা