আজ বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ২১ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৩:৩১

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আড়াইহাজারে বিক্ষোভ

ডান্ডিবার্তা | ১৭ জুলাই, ২০২৫ | ৯:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ও অবমাননাকর ¯েøাগানের প্রতিবাদে এবং বিএনপি’র বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক অপপ্রচার’ প্রতিবাদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় বিএনপির ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আড়াইহাজার বিএনপি। গতকাল বুধবার দুপুরে আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি আড়াইহাজার উপজেলা চত্বর হয়ে বাজার দিয়ে থানার গেইট হয়ে আড়াইহাজার চৌরাস্তা দিয়ে মদনপুর-নরসিংদী বাইপাস সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা শ্লোগান দেয় জিয়ার সৈনিক এক হও লড়াই করো, জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার, নেতাকর্মীরা ¯েøাগানে ¯েøাগানে মুখরিত করে তোলে পুরো আড়াইহাজার। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জামাত, এনসিপি ও চরমোনাই গোষ্ঠী মিলে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে, যা একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। স্বাধীনতার পর থেকে এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। দেশকে অস্থিতিশীল করতে মিথ্যাচার করছে। এরই ধারাবাহিকতায় এখনো তারা দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাই তাদের হুঁশিয়ার করে দিতে চাই ভবিষ্যতে যদি আপনারা এভাবেই দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যান তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তারা আরও বলেন, মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে যে নৃশংস হত্যাকাÐ ঘটেছে, তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম ও জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আহŸায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান চেয়ারম্যান, গাজী মাসুদ, সালাউদ্দিন চৌধুরী সালামত, শাকিল মিয়া, সিনিয়র যুগ্ম আহŸায়ক আফজাল হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, খাজা মাঈনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, গোপালদী পৌর বিএনপির সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুশফিক রহমান মিলন, আড়াইহাজার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবসাবেক সিনিয়র যুগ্ম আহŸায়ক রাজিবুল ইসলাম রাকিব, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, আড়াইহাজার উপজেলা কৃষক দলের আহŸায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা