আজ বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ২১ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৪:০৮

জুলাই সকল শহিদদের স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আলোক প্রজ্জলন

ডান্ডিবার্তা | ১৭ জুলাই, ২০২৫ | ৯:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জুলাই গণঅভুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার মাস ব্যাপী কর্মসূচী অংশ হিসাবে গতকাল বুধবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সন্ধ্যা ৭ টায় জুলাই সকল শহিদের স্মরণে আলোচনা সভা ও আলো প্রজ্জলন অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহŸায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য কমরেড সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি হাসনাত কবির, চারন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য বেলাল হোসেন, জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ফয়সাল আহম্মেদ রাতুল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নাছিমা সরদার, জেলার অন্যতম সদস্য আহমেদ রবিন স্বপ্ন, বন্দর উপজেলার সংগঠক নাফসিন আহমেদ জিসান, মোঃ রাজু, মোঃ রাইয়ান প্রমূখ। শহিদ মাওলানা মাবরুর হোসেন রাব্বী’র মা, জুলাই যোদ্ধা মাহাবুব আলম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন আজ থেকে ১ বছর আগে আজকের এই দিনে জুলাই আন্দোলন নারায়ণগঞ্জ সংগঠিত হয়েছিল। জুলাই আকাঙ্খা ছিল বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু আমরা ১ বছর পর চিত্রটি ভিন্ন দেখছি। সারাদেশে মব, হত্যা এবং সন্ত্রাসে নাজেহাল এক অবস্থা দেখা যাচ্ছে। গত ১০ মাসে বাংলাদেশে মব ভায়োলেন্সের কারণে ১৭৪ জন মানুষকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত জুলাই হত্যা বিচার হয়নি। জুলাই নিহত-আহতদের সুচিকিৎসা কিংবা পূর্নবাসনের কোন ব্যবস্থা করতে পারেনি এই অন্তর্বতীকালীন সরকার। এই দায় অন্তর্বতীকালীন সরকার এড়াতে পারে না। নেতৃবৃন্দ আরো বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধা, প্রেস নারায়ণগঞ্জের সাংবাদিক জিসান গত দুই মাস যাবৎ বিনা অপরাধে কারাগারে বন্দি। একই সাথে জুলাই হত্যার বিচার সহ তার মুক্তির দাবী জানাই। আয়োজন শেষে মুক্তিরও মন্দিরে সোপানও তলে গানের মাধ্যমে শহিদের প্রতি শ্রদ্ধা জানাই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা