
ডান্ডিবার্তা রিপোর্ট
রাজধানী ঢাকার পর ক্রমেই যানজটের নগরীতে পরিনত হচ্ছে নারায়ণগঞ্জ। প্রশাসনের অজ্ঞতার কারনেই নাকি দিনের পর দিন এ পরিস্থিতি তৈরী হচ্ছে। ঢাকা থেকে নারায়ণগঞ্জে প্রবেশের যেক’টি পথ রয়েছে তা অনেকটাই সরু। যার ফলে নারায়ণগঞ্জে প্রবেশের প্রতিটি পথ যেমন লিংক রোডের চানমারী মাজার থেকে চাষাড়া,মাসদাইর কবরস্থান থেকে চাষাড়া এবং নগরীর ২নং রেলগেইট থেকে চাষাড়া মোড় পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত যানজটে পড়ে সাধারন মানুষের মুল্যবান সময় নষ্ট হচ্ছে।
তবে নারায়ণগঞ্জবাসী মনে করেন যে, চাষাড়া পুলিশ ফাড়ি এবং লিংকরোডে প্রবেশ মুখে আমান ভবন ও রাইফেলস ক্লাবটি দ্রæত অপসারন করে রাস্তাটি চড়া করা হলে নারায়ণগঞ্জবাসী দীর্ঘমেয়াদী এ যানজট নামক যন্ত্রনা থেকে মুক্তি পাবেন। তাদের মতে,লিংকরোডের প্রবেশ মুখে অবস্থিত রাইফেলস ক্লাব ও আমান ভবনের জায়গাটি সিএন্ডবি’র আওতাভুক্ত। প্রায় দীর্ঘ সময় ওসমান পরিবারের লোকজন আমান ভবন নির্মান করে তা তাদের দখলে নিয়ে রেখেছেন আবার রাইফেলস ক্লাবটি সুটারদের জন্য তৈরী করা হলেও তা ওসমান পরিবারের অন্যতম সদস্য শামীম ওসমান সেটাকে তার ব্যক্তিগত অফিস হিসেবে গড়ে তুলেছিলেন। ৫ আগষ্ট স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র-জনতার গনঅভ্যুথ্থানে দেশ ত্যাগের পর নারায়ণগঞ্জের গডফাদার খাত শামীম ওসমানও স্বপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান। ৫ আগষ্ট শেখ হাসিনার দেশত্যাগের পর এক শ্রেনীর লুটেরাদের কবলে পড়ে রাইফেলস ক্লাবের ইটগুলো ছাড়া তেমন কিছুই সেখানে অক্ষত নেই। আবার প্রায় ৫ মাস আগে বিএনপি নেতাদের শেল্টারে আমান ভবনটিও ভেঙ্গে গুড়িয়ে দেয়া হচ্ছে। আর এ দুটি ভবনই ঢাকা থেকে লিংকরোডে নারায়ণগঞ্জে প্রবেশের মুখটিকে সরু করে রেখেছে। তবে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের দাবী, ঢাকা-নারায়ণগঞ্জের লিংকরোডটি আটলেন বিশিষ্ট হলেও তা চানমারী মাজার পর্যন্ত এসে রাস্তার কাজ থমকে যায় মসজিদ থাকার কারনে। কয়েকমাস পুর্বে মসজিদটি অন্যত্র স্থানান্তর করা হয়েছে কিন্তু চাষাড়া পর্যন্ত এ সড়কটি ৮ লেন করতে হলে আমান ভবন ও রাইফেলস ক্লাবটি ভাঙ্গতে হবে দ্রæত। নতুবা পুরো সড়কটি ৮ লেনে নেয়া সম্ভব না। যেহেতু নগরীতে প্রবেশের মুখে যানজটের অন্যতম কারন হিসেবে আমান ভবন ও রাইফেলস ক্লাবটি অনেকাংশে দায়ী তাহলে অতিদ্রত এদুটি ভবনকে দ্রæত ভেঙ্গে রাস্তাটির মুখটি চড়া করা হোক আর যানজটে নাকাল সাধারন মানুষকে একটা যানজটমুক্ত নগর গড়ে তোলা হোক। পাশাপাশি চাষাড়ায় অবস্থিত ডাকবাংলো এবং পুলিশ ফাড়িটিও দ্রæত অপসারন করে ঢাকা-নারায়ণগঞ্জের পুরাতন সড়কটিও চড়া করা হোক।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯