
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অধিকাংশ ওয়ার্ডে ডাস্টবিন না থাকায় সড়ক ও জনপথে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে শহর ও আশপাশের জনবহুল এলাকাগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নিত্যদিনের দুর্গন্ধ, দূষণ ও মশার উপদ্রবে চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে প্রায় ২০ লাখ নগরবাসী। শহরের প্রধান সড়ক বি.বি. রোড, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এবং নারায়ণগঞ্জ-আদমজী সড়কের অন্তত ৩০টি স্থান এখন ময়লার ডাম্পিং জোনে পরিণত হয়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, এসব স্থানে পশুর মরদেহ, পচা মুরগি, কুকুর-বিড়ালের লাশ, হাসপাতালের বর্জ্যসহ নানা রকম আবর্জনায় ছেয়ে গেছে জনপথ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দেড় দশক ধরে এ অবস্থা চললেও সিটি করপোরেশন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় বাসাবাড়ি, দোকানপাট, কাঁচাবাজার এবং এমনকি বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে সরাসরি রাস্তার ওপর ফেলা হচ্ছে বিষাক্ত বর্জ্য। অটো রিকশাচালক সোলেমান বলেন, ‘রাস্তায় চলার সময় যাত্রীরা দুর্গন্ধে মুখ ঢেকে রাখে। কেউ কেউ তো বমিও করে দেয়।’ শিক্ষার্থী শহীদুল ইসলাম বলেন, ‘রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নাক চেপে চলতে হয়। ময়লার পাশে পড়ে থাকা পশুর মরদেহ থেকে এমন দুর্গন্ধ বের হয়, সহ্য করা যায় না। আমরা চাই রাস্তায় ময়লা ফেলা বন্ধ করা হোক। নির্দিষ্ট স্থানে কিছু ডাস্টবিন থাকলে মানুষ রাস্তায় ময়লা আবর্জনা ফেলতো না।’ অন্যদিকে, স্থানীয় বাসিন্দা উল্লাস বলেন, ‘ময়লার ভাগাড় থেকে মশার উৎপত্তি বেড়েই চলেছে। অনেকেই ডেঙ্গু ও মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। আমরা চাই, প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট ডাস্টবিন স্থাপন করা হোক।’ নারায়ণগঞ্জ পৌরসভা গঠিত হয় ১৮৭৬ সালে তৎকালীন ব্রিটিশ সরকারের শাসনামলে। ২০১১ সালে এটি সিটি করপোরেশনে রূপান্তরিত হয়। সদর ও বন্দর মিলিয়ে রয়েছে ২১টি ওয়ার্ড, যার ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার হলেও বসবাস করেন প্রায় ২০ লাখের বেশি মানুষ। এমন জনবহুল শহরে বর্জ্য ব্যবস্থাপনার এই বেহাল অবস্থার বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ এফ এম কামরুজ্জামান বলেন, ‘সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন না থাকায় আমরা অনেক জায়গায় ডাস্টবিন বসাতে পারিনি। তবে যত্রতত্র ডাস্টবিন বসিয়ে ট্রাফিক ও জনদুর্ভোগ বাড়াতে চাই না।’ তিনি আরও বলেন, ‘আমরা খুব শিগগিরই একটি সার্ভে টিম পাঠিয়ে নির্দিষ্ট লোকেশন চিহ্নিত করব, যেখানে ডাস্টবিন বসানো হলে শহরের সৌন্দর্য ক্ষতিগ্রস্ত না হয় এবং জনস্বার্থও নিশ্চিত হয়। এরপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’ নগরবাসীর প্রাণের দাবি শহরকে দুর্গন্ধ ও দূষণমুক্ত করতে দ্রæত পদক্ষেপ নিবে কর্তৃপক্ষ। ডাস্টবিন স্থাপন ও নিয়মিত বর্জ্য অপসারণ না হলে স্বাস্থ্যঝুঁকি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলেই আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯