আজ মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২ | ২৬ মহর্‌রম ১৪৪৭ | রাত ১০:৩৪

প্রয়োজনে বিদেশি চিকিৎসক আনা হবে

ডান্ডিবার্তা | ২২ জুলাই, ২০২৫ | ১২:১৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রাজধানীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আসিফ নজরুল বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। আজকে জাতির জীবনে বড় একটি ট্রাজেডির দিন। এতো বড় বিয়োগান্ত ঘটনা আগে কখনো ঘটেনি। এ শোক ভাষায় প্রকাশ করা যাবে না।’ পুরো রাষ্ট্র শোকাহত জানিয়ে তিনি বলেন, ‘আমরা ছয়জন উপদেষ্টা এখানে এসেছি। কয়েকজন মাইলস্টোন স্কুল গেছেন। বার্ন ইউনিটে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। প্রয়োজন অনুযায়ী রোগীদের বিদেশ পাঠানো হবে। চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না।’ এদিকে, নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি হাসপাতালে অযথা ভীড় না করা এবং নিহত ও আহত শিশুদের ছবি বা ভিডিও আপলোড করার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। পোস্টে তিনি বলেন, ‘ন্যাশনাল বার্ন ইউনিটের অবস্থা ভালো নয়। ডাক্তাররা প্রাণান্তকর চেষ্টা করছেন। তবু হয়তো আরও কিছু হৃদয় বিদারক খবর শুনতে হতে পারে আমাদের। আল্লাহ্ ভরসা। আপনারা হাসপাতালে অযথা ভীড় করবেন না। এতে দগ্ধ শিশুদের ঝুঁকি আরও বেড়ে যাবে। নিহত ও আহত শিশুদের ছবি বা ভিডিও আপলোড করার থেকে বিরত থাকুন। শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও শিক্ষকদের জন্য জুলুম হয় তাতে।’ রক্ত দিতে আগ্রহীদের তিনি বলেন, ‘যারা রক্ত দিতে চান, তার আগামীকাল ন্যাশনাল বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ এবং সিএমএইচ-এ যোগাযোগ করবেন অনুগ্রহ করে।
সবাই দোয়া করবেন। আল্লাহর দয়া ছাড়া আর কিছুই বেশী মূল্যবান নয়। (জরুরি প্রয়োজনে ইমার্জেন্সি হটলাইনে ফোন করুন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা