
ডান্ডিবার্তা রিপোর্ট
খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে রিফাইন ছাড়া ভোজ্য তেল বোতল জাত করণের অভিযোগ উঠেছে খাদিজা ফুড প্রোডাক্টস নামে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের পাঠাননগর এলাকায় অবস্থিত আবদুল মতিনের মালিকানা প্রতিষ্ঠান খাদিজা ফুড প্রোডাক্টসে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা যায়, কর্মরতদের মাঝে কোন রকম সুরক্ষা পোশাক ছাড়াই বোতলের লেভেল লাগানো হচ্ছে। অপরদিকে তার পাশেই খোলা ড্রাম থেকে খোলা তৈল নামিয়ে তা সিটিজেন ফর্টি ফাইড নামে বাজারজাত করা হচ্ছে। এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে।
এছাড়া নোংরা পরিবেশে ভোজ্য তেল বোতল জাত করায় সাধারণ মানুষের মাঝে নানা রোগ-ব্যাধী ছড়িয়ে পড়ার শংকা রয়েছে। তাছাড়া কোন ধরনের অগ্নি প্রতিরোধের ব্যবস্থাও সেখানে দেখা যায়নি।
এদিকে তথ্যমতে, তেলের কারখানা (ফ্যাক্টরি) স্থাপনের জন্য বেশ কয়েকটি অনুমোদন এবং লাইসেন্স প্রয়োজন। সাধারণত, এই অনুমোদনগুলি বিস্ফোরক পরিদপ্তর, বিএসটিআই (ইঝঞও), পরিবেশ অধিদপ্তর, এবং স্থানীয় সরকার সংস্থা থেকে নিতে হয়। এছাড়া, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, এবং অন্যান্য প্রাসঙ্গিক লাইসেন্স প্রয়োজন হয়। কিন্তু এই ফ্যাক্টরিতে গিয়ে তাদের পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদপ্তরের তেমন কোন কাগজ তারা দেখাতে পারেনি। এ বিষয়ে কোম্পানির পরিচালক সাদ্দাম জানান, আমাদের কিছু কাগজ পত্র করতে দিছি যা এখনো হাতে পাই নাই। এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তামশিদ ইরাম খান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, খোঁজ নিয়ে জানা যায়, সিটি নাম সংযুক্ত থাকায় নাম নিয়ে বাংলাদেশের বৃহৎ প্রতিষ্ঠান সিটি গ্রæপের সাথে আদালতে তাদের একটি মামলা চলমান রয়েছে। যা অকপটে খাদিজা ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী সাদ্দাম নিজে শিকার করেন।
ই
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯