আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ১০:১১

বিএনপির বির্তকিতরা ধরা ছেয়ার বাইরে

ডান্ডিবার্তা | ১০ আগস্ট, ২০২৫ | ৮:০৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলাম এবং জেলা তরুণ দলের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে ৩০ দিনের ডিটেনশন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট। এর আগে গত ৬ আগস্ট বুধবার রাতে সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এই ঘটনার পর বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা বিগত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিভিন্ন সেক্টর থেকে চাঁদাবাজি করে আসছে তারা গ্রেপ্তার আতংকে ভুগছেন। এমন পরিস্থিতিতে বন্দরের দুই চাঁদাবাজের ঘটনা আবারো প্রকাশ্যে চলে আসছে, যাদেরকে এলাকাবাসী পুকুরে ফেলে পানিতে চুবিয়ে পিটুনি দিয়েছিল। জানাগেছে, গত ১ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে কৃষি জমির সেচ প্রকল্পের চাঁদা না পেয়ে হামলা করায় মুছাপুর ইউনিয়ন বিএনপির সবাপতি তাঁরা মিয়া ও ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারকে গণপিটুনি দিয়ে পানিতে চুবিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বন্দর উপজেলার পিচ কামতাল এলাকার জহিদ্দার বিলে এ ঘটনা ঘটে। সেদিন চাঁদাবাজদের হামলায় সেচ প্রকল্পের মালিক আমান উল্লাহ ও এক নারী ইউপি সদস্য লাভলী বেগমসহ পাঁচজন রক্তাক্ত জখম হয়েছিলেন। স্থানীয়রা জানান, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ এলাকার আমান উল্লাহ দীর্ঘ দিন ধরে জহিদ্দার বিলে ইরি জমিতে পানি সেচ করে আসছেন। এরই মধ্যে বালিগাঁও এলাকার হযরত আলী মিয়ার ছেলে যুবদল নেতা পরিচয় দানকারী পাপ্পু ও পিচকামতাল এলাকার মৃত সায়েদ আলী মিয়ার ছেলে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়াসহ ১০ থেকে ১২ জন আমান উল্লাহর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। আমান উল্লাহ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় পাপ্পু, বিএনপি নেতা তাঁরা মিয়া, ফারুক, খালেক ও আব্দুর রহিম, হযরত আলী, ইউসুফ ও জাহিদ খন্দকারসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমান উল্লাহর ওপর হামলা করে। এ সময় আমান উল্লাহর প্রাণ রক্ষার্থে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে তাদের ওপর হামলা চালায়। হামলায় নারী ইউপি সদস্য লাভলী বেগমসহ কমপক্ষে পাঁচ গ্রামবাসী আহত হন। ধামগড় ইউনিয়নের নারী ইউপি সদস্য লাভলী বেগম বলেছিলেন, ‘বিগত দিনে তুফানে সেচ প্রকল্প এলাকায় খুঁটি ভেঙে গিয়েছিল। সেটা ঠিক করতে হবে। আমান উল্লাহ এটা ঠিক করার ব্যবস্থা করেছেন। এর মধ্যে তারা এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। আমি এই এলাকায় মেম্বার হিসেবে সেখানে গিয়েছি। তারা আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিরোধ করেছে। এলাকাবাসী মিলে চাঁদাবাজদের পানিতে চুবিয়েছেন।’ তবে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া দাবি করেছিলেন, আমান উল্লাহর সেচ কাজে বাধা দেন গ্রামবাসী। এতে গ্রামবাসীকে সমর্থন জানিয়ে তাদের সঙ্গে যোগ দেন তারা মিয়া ও পাশের ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা