আজ রবিবার | ১৭ আগস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ২২ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:২১

না’গঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে বক্তরা বাংলাদেশ সাম্প্রদায়িত সম্প্রীতির দেশ

ডান্ডিবার্তা | ১৭ আগস্ট, ২০২৫ | ১০:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের দুই নং রেলগেট এলাকায সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তবৃন্দ নেচে গেয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজি মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, সরোজ কুমার সাহা, পরিতোষকান্তি সাহা, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা এবং সাধারণ সম্পাদক সুশীল দাস। প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী নিয়ে, যে আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সেই আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে লালন করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। তবেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সার্থকতা লাভ করবে। আমরা সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে সমাজ থেকে সফল অশান্তি দূর করবো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবো। সবাইকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন। প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ তোমার মজুমদার বলেন, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন। বর্তমান যুগে দুষ্টের দমনের কাজটি পুলিশকে পালন করতে হয়। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি সমাজ থেকে সকল দুষ্ট লোককে দমন করে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান উপস্থিত সবাইকে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। নারায়ণগঞ্জের মানুষও শান্তিপ্রিয়। সকল ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করে। বাংলাদেশের সংবিধান মতে সকল মানুষের এখানে সমান অধিকার। তাই এখানে কেউ সংখ্যালঘু নেই। আমরা ৫ আগস্ট পরবর্তী সময়ে যাতে কোনো কুচক্রী মহল সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করতে না পারে সেজন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবো। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ খ্রিষ্টান সকল ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করে কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার দেশে ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলো এবং নানা ধর্মের মাঝে বিভক্তি তৈরি করে রেখেছিলো। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল বিভক্তি দূর করে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলকে নিয়ে একসাথে বসবাস করবো। এই বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। সবাইকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, নারায়ণগঞ্জ ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে রোজা এবং পূজা একসাথে পালিত হয়। কখনো কোনো ধর্মীয় বিরোধ সৃষ্টি হয় নাই। ৫ আগস্ট পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের সনাতন সম্প্রদায়ের মাঝে যে আতঙ্ক তৈরি হয়েছিলো তা দূর করতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলামসহ সকল রাজনৈতিক সামাজিক সংগঠন আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলো। তাই আমরা কৃতজ্ঞচিত্তে তাদেরকে স্মরণ করি। আমাদের এই ধর্মীয় মেলবন্ধন আগামীতেও অটুট থাকবে। আমরা সবাই মিলেমিশে এই নারায়ণগঞ্জ শহরে বসবাস করবো। সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা