
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নের প্রত্যাশায় দিন পার করছেন। তবে সকলেই মনে করছেন তারা মনোনয়ন পাওয়ার যোগ্য। অনেকে নিজেদের ত্যাগী বলেও দাবি করছেন। তবে বিএনপির পক্ষ থেকে যারা মনোনয়ন পাবেন তাদের তালিকা এখনো করা হয়নি বলে জানা গেছে। কেহ কেহ বলছেন তারা সবুজ সংকেত পেয়ে গেছেন। এভাবেই চলছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের প্রচার প্রচারনা। বর্তামানে অনেককে দেখা যাচ্ছে যাদের বিগত দিনে রাজপথে দেখা যায়নি তারাও নিজেদের ত্যাগী নেতা বলে দাবি করছেন। আবার বেশ কয়েকজন ব্যবসায়ীও মাঠে রয়েছেন। তারা টাকার জোরে মনোনয়ন বাগিয়ে আনবেন বলেও জনশ্রুতি রয়েছে। কিন্তু এবারের নির্বাচন একটু ভিন্ন আঙ্গিকে হবে। যারা প্রার্থী হবেন তাদের কোন প্রকার বির্তক থাকতে পারবেন না। আর বির্তকিত প্রার্থীরা মনোনয়ন পাবে না এচা নিশ্চিত করেছে বিএনপির হাই কমান্ড। যারা বিগত ১৫ বছর স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তারাই আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করার সুযোগ পাবেন। এমনটাই প্রত্যাশা অনেকের। আর যাদেরকে রাজপথে খুঁজে পাওয়া যায়নি, রাজপথে যাদের অবদান নাই তাদেরকে ধানের শীষের মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২৬ জুলাই ভিডিও কনফারেন্সে জেলা বিএনপির আওতাধীন চারটি আসনের মনোনয়ন প্রসঙ্গে এই নির্দেশনা দেন দলীয় প্রধান। সভায় উপস্থিত একাধিক বিএনপি নেতার সাথে কথা বলে এমনটাই জানা গেছে। সূত্র জানায়, ভার্চুয়ালি যুক্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বিগত আন্দোলন সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে সদর-বন্দর বাদে বাকি চারটি আসনের বিষয়ে তারেক রহমান নেতৃবৃন্দকে বিভিন্ন নির্দেশনা দেন এবং রাজপথের ত্যাগী ও জনপ্রিয় নেতার হাতেই ধানের শীষ তুলে দেয়া হবে বলে জানান। দল যাকে মনোনয়ন দেবে সবাই তার পক্ষে কাজ করবে বলে তারেক রহমানকে নিশ্চিত করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। জানা যায়, স্বৈরাচারী হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা গত ১৫ বছর তীব্র আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। হামলা মামলা আর নির্যাতনকে উপেক্ষা করে স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে গত ১৫ বছরের অবদানকে মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। এদিকে ৫ আগস্ট পরবর্তী সময়ে কিছু ব্যবসায়ী আর নিষ্ক্রিয় নেতা দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাপ শুরু করেছেন যাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে বিন্দুমাত্র অবদান নেই। তারা টাকার জোরে উড়ে এসে জুড়ে বসতে চাইছেন। কিন্তু তৃণমূল তাদের ব্যাপারে বেশ শক্ত অবস্থানে রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এসব মৌসুমী মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপারে বেশ সজাগ। আগামীর বাংলাদেশ গড়তে তৃণমূলের মতামতকে প্রাধান্য দেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি। এদিকে মনোনয়ন বাগাতে বিশ কিছু নেতা ইতিমধ্যে দলের একাধিক শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তারা শীর্ষ নেতাদের মন জয় করে দলীয় মনোনয়ন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নারায়ণগঞ্জে মাত্র ৫ জন পাবেন দলীয় মনোনয়ন কিন্তু প্রায় অর্ধশত মনোনয়ন প্রত্যাশী দৌড়ঝাপ করছেন।
ই-৯ পি-৪ কলাম-২ (ছবি-৮
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯