আজ রবিবার | ১৭ আগস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ২২ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:১৮

শহরের সড়কে এলোমেলো বাস পার্কিং যানজটের অন্যতম কারণ

ডান্ডিবার্তা | ১৭ আগস্ট, ২০২৫ | ১০:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে যানজটের কবলে নগরবাসী অতিষ্ট। সড়কের পাশে অবৈধ স্ট্যান্ড, রাস্তায় পাকিং ও অবৈধ অটো রিকশার দাপটে শহরে চলাচল একেবারে অযোগ্য হয়ে পড়েছে। প্রশাসন থেকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন বার বার চেষ্টা করেও কোন সুফল বয়ে আনতে পারছে না। দেখা গেছে শহরে অবৈধ অটো রিক্সার প্রবেশ, অবৈধ পার্কিং, অবৈধ স্ট্রান্ড, পর্যাপ্ত ট্রাফিক পুলিশ না থাকা ও শহরে ভেতরে বাস টার্মিনাল থাকায় এগুলোকে যানজট সৃষ্টির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন নগরবাসী। তবে এসব অব্যবস্থাপনার পেছনেও যে কত কারণ রয়েছে তা অনেকের কাছেই অজানা। এরমধ্যে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুই পাশে প্রতিদিন যেই অবৈধ পার্কিং চোখে পড়ে এবং এরজন্য যেই যানজট সৃষ্টি হয় সেটির জন্য সড়কের পাশের বহুতল ভবনগুলোতে নিজস্ব পার্কিং না থাকাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। সরজমিনে ঘুরে দেখা যায়, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বিবি রোড, কালীর বাজার ও ২নং রেলগেট এলাকায় সড়কের পাশে কয়েকশ বাণিজ্যিক ও আবাসিক ভবন রয়েছে। তবে এরমধ্যে মাত্র ২০ শতাংশ ভবনে নিজস্ব পার্কিং রয়েছে এবং বাকি ৮০ শতাংশ ভবনে নেই পার্কিং। দেখা যায়, যেসব ভবনে পার্কিং নেই তাদের ভবনের সামনেই অবৈধ পার্কিং বেশি। তবে যেসব ভবনে পার্কিং আছে সেই ভবনের সামনে অবৈধ পার্কিং লক্ষ্য করা যায়নি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, রাজউক নামে একটি সরকারি সংস্থা আছে এই শহরে। তাদের কি কাজ তা আমরা জানিনা। আমরা অনেক আগে থেকেই তাদের বলে আসছি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে। জানতে চাইলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির বলেন, আমরা এমন অনেক ভবন দেখেছি যেগুলোতে পার্কিং নেই। তবে এই ভবনগুলো যেহেতু রাস্তার পাশে তাই এগুলোতে ভবন থাকা জরুরী ছিলো। আমরা পপুলার ও গ্রেন্ডহল ভবনসহ অনেকগুলো ভবনের কর্তৃপক্ষের সাথে রাজউকের মাধ্যমে যোগাযোগ করেছি। অনেকেই আমাদের কথা দিয়েছেন যে তারা দ্রুতই পার্কিংয়ের ব্যবস্থা করবেন। তবে শহর জুড়েই রয়েছে অবৈধ পাকিং। শহরের মীরজুমলা সড়কে এলাপাথারি ভাবে পাকিং করে রাখে বিভিন্ন কোম্পানীর বাস। যার কারনে রাস্তা সরু হয়ে যানবাহন চলাচলে চরম বিঘœ ঘটে। এ ব্যপারে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। প্রকৃত পক্ষে বাস মালিকদের নিজস্ব গ্যারেজ থাকা জরুরী। যেখানে রাতে বাস রাখবে আর সকালে বাস নিয়ে রাস্তায় নামবে। যে গুলি বন্ধ থাকবে সেগুলি গ্যারেজে থাকলে শহরের যানজট অনেকটা কমবে বলেও অনেকে মত প্রকাশ করেন। কিন্তু দেখা যায় শহরে যে সকল বাস চলাচল করে সেগুলিও রাস্তার পাশে পার্কি এবং যেগুলি চলবে না সেগুলিও রাস্তার পাশে পার্কি করে রাখা আছে। যার কারনে শহরে পার্কি বাসের কারনে যানজট লেগে আছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা