আজ রবিবার | ১৭ আগস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ২২ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:২১

বন্দরে ১ ডাকাত নিহত ২ ডাকাত আহত

ডান্ডিবার্তা | ১৭ আগস্ট, ২০২৫ | ১০:৩০ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরের কলাগাছিয়া নৌ পুলিশ নিহত এ ডাকাতের লাশ ও আহত ২ ডাকাতকে মুমূর্ষ অবস্থা উদ্ধার করেছে। নিহত ডাতাকের নাম চাঁন মিয়া। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ২ ডাকাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় কুমিল্লা জেলার মেঘনা থানার মহিশেরচর এলাকার রশিদ মিয়ার ছেলে জামাল সোনারগাঁয়ের আনন্দবাজার হতে মেঘনা যাওয়ার পথে ১০/১২ জনের ডাকাত দল স্পীড বোড নিয়ে এসে ট্রলার চালককে মারধর করে ট্রলার থেকে নামিয়ে দিয়ে ট্রলারটি নিয়ে যায়। ভোরে ডাকাতদল ট্রলারটি দিয়ে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেনদী এলাকায় নোঙর করে রাখা কয়েটি বাল্কহেডে ডাকাতি শুরু করে। এ সময় বাল্কহেডের শ্রমিকদের ডাকচিৎকারে নদীতে থাকা জেলেরা ডাকাতদের ধাওয়া করে এ সময় ডাকাতরা ৬ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে। ধাওয়া খেয়ে সকাল সাড়ে ৭টায় ডাকাতরা বন্দরের কলাগাছিয়া এলাকায় প্রবেশ করে। এ সময় কলাগাছিয়া এলাকার লোকজন সহ ডাকাতদলকে ঘিরে ফেললে ডাকাতদলটি সোনারগাঁও থানাধীন চরকিশোরগঞ্জ এলাকায় প্রবেশ করে। তখন গজারিয়া থানার ভাটী বলাকী, বন্দর থানার কলাগাছিয়া এবং সোনারগাঁ থানার চরকিশোরগঞ্জ এলাকার লোকজন ডাকাতদলকে ঘিরে ফেললে ডাকাতদলের ৬/৭ জন সদস্য স্পিড বোট যোগে পালিয়ে যায় এবং ট্রলারে থাকা ৩ জন ডাকাতকে এলাকাবাসী ঘিরে ফেলে। সংবাদ পেয়ে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির টহল টীম, জেলে নৌকা ও আশপাশের লোকজন নিয়ে ডাকাতদের ধাওয়া করে। এসময় ডাকাতদল ৩টি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চর কিশোরগঞ্জের চর হোগলা এলাকার নিজাম মিয়ার ডকইয়ার্ডের সামনে ট্রলার ঠেকিয়ে পলায়নের চেষ্টাকালে নৌ-পুলিশ ও স্থানীয় জনগণ ৩ জন ডাকাত দলের সদস্যকে আটক করে। পুলিশ ডাকাতদের থেকে ৩টি তাজা ককটেল ১টি রামদা উদ্ধার করে। মুমূর্ষূ অবস্থায় ডাকাত মাসুম ও হারুন মাদবরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শরিতপুর জেলার জাজিরা থানার ডাকাত চাঁন মিয়া ককটেল ছুড়ার সময় নিজের হাতেই বিস্ফোরিত হয়ে ডান হাতের কব্জা উড়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রকিবুল হোসেন জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান তারা পরিকল্পিতভাবে এবং সংর্ঘবদ্ধ হয়ে এই গ্রামে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে গ্রামবাসী পুলিশকে খবর না দিয়ে বেআইনিভাবে ডাকাতদের গণপিটুনি দেওয়া সমীচীন হয়নি। এদিকে ডাকাতদের হামলায় আহত হয়েছে জামাল, আলম, সোহাগ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা