
ডান্ডিবার্তা রিপোর্ট
পাগলা নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃক চাঁদপুরের রাকিবের লাশ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধারের ৩ মাস পেরিয়ে গেল এখনো পর্যন্ত কিভাবে মারা গেছে এবং কোন মামলা হয়েছে কিনা সে বিষয়ে ভুক্তভোগী পরিবারকে কোন তোয়াক্কাই করছেন না পাগলা নৌ পুলিশ ফাঁড়ির এস আই জাকির হোসেন। গত ১০মে রাতে রাকিব মিরপুর অবস্থিত তার মামা করিম মিয়ার বাড়িতে চাকরির খোঁজে আসেন চাঁদপুর থেকে। সদরঘাট লঞ্চ টার্মিনারের নামলে তারপর থেকে রাকিবের ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায় এবং তার কোন খোঁজ খবর পাওয়া যায় না। পরবর্তীতে তার পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করলে রাকিবের কোন খোঁজ খবর তারা পায়নি, গত ১৪ মে সন্ধ্যায় দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন মাওলা ঘাট চৈনিক সুলতান মিয়ার ইটভাটার বুড়িগঙ্গা নদীর কিনারায় ভাসমান অবস্থায় রাকিবের অর্ধ গলিত মৃতদেহ পানিতে ভাসতে দেখে পাগলা নৌ পুলিশকে খবর দেন এলাকাবাসী। রাকিব(২২) শেখদী মিজি বাড়ি থানা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর এলাকার ইসা তালুকদারের ছোট ছেলে, পরবর্তীতে পাগলার নৌ পুলিশের এসআই জাকির হোসেন ঘটনাস্থলে যেয়ে লাশ ময়নাতদন্ত জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়। লাশের সাথে থাকা মোবাইলের সিম খুলে তার পরিবারকে অবহিত করেন এস আই জাকির খবর পেয়ে ১৫ মে দুপুরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে এসে মৃত রাকিবের লাশ সনাক্ত করেন তার বাবা ইসা তালুকদার, পরবর্তীতে এ বিষয়ে কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। ঘটনার প্রায় তিন মাস পেরিয়ে গেল পাগলা নৌ পুলিশ এখনো পর্যন্ত মৃত্যুর কারণ এবং কিভাবে রাকিবের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি। এ বিষয়ে রাকিবের বাবা এবং মা এবং পরিবারের লোকজনেরা রাকিব কে হারিয়ে একেবারেই ভেঙ্গে পরেছেন। এ বিষয়ে মৃত রাকিবের বাবা ঈসা তালুকদার বলেন আমার ছেলে চাঁদপুর থেকে লঞ্চযোগে ঢাকায় আসলো চাকরির জন্য কিন্তু কিভাবে তার লাশ নদীতে পাওয়া গেল সে বিষয়ে পুলিশের তদন্ত প্রয়োজন, আমি পুলিশকে বলেছিলাম আমার ছেলের রাকিবের হত্যাকা-টি স্বাভাবিক বলে আমার মনে হচ্ছে না এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি ও পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের সুদৃষ্টি কামনা করছি। তারা যেন আমার ছেলে রাকিব কিভাবে মারা গেল এ বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করার তাদের কাছে জোরালো আবেদন জানাচ্ছি। তবে রাকিবের বাবার দাবি কেউ তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ফেলে দিয়েছেন বলে তিনি জানান না। এ বিষয়ে পাগলা নৌ পুলিশের এস আই জাকির হোসেনের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি ময়নাতদন্ত চলছে তদন্ত রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে মৃত্যুর কারণ, তবে আমি বদলিজনিত কারণে বদলি হওয়ায় মামলাটি অন্য একজনকে দেয়া হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯