আজ রবিবার | ১৭ আগস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ২২ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:২৫

বন্দরে জোড়া খুনের ঘটনায় হান্নান সরকারের সংবাদ সম্মেলন

ডান্ডিবার্তা | ১৭ আগস্ট, ২০২৫ | ১০:৩৪ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরে আলোচিত কুদ্দুস হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হান্নান সরকার সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার দুপুর ৩টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য গনমাধ্যমকে জানান, আমি আলহাজ্ব হান্নান সরকার পিতা মৃত আশরাফ আলী, সাং বন্দর শাহী মসজিদ, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জ। আমি একজন ব্যবসায়ী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত কাউন্সিলর ছিলাম। বর্তমানে আমি বন্দর কেন্দ্রীয় শাহী মসজিদ ও পঞ্চায়েত কমিটির সভাপতি। এ ছাড়াও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সামাজিক ও ব্যবসায়িক সংগঠন সহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত। আমার প্রতিপক্ষগণ বিভিন্ন সময়ে আমার সমাজ সেবামূলক ভালো কাজের বিরোধিতা করে আসছে আমাকে হেও প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত আছে। বিগত বিষয়ে ২০২৫ইং শুক্রবার সন্ধ্যা ছয় ঘটিকার সময় আমি আমার বাড়িতে থাকা অবস্থায় লোকমুখে সংবাদ পাই যে বন্দর বাস স্ট্যান্ড এলাকার জাফর ও রনি গ্রুপের সাথে রহিম ও জুয়ারী বাবু গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। যার ফলশ্রুতিতে এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি আমার এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে মোবাইল ফোনের মাধ্যমে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করিলে ওসিসহ তার সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে আসিয়া জাফর ও রনি গ্রুপকে নিয়ন্ত্রণে আনতে না পেরর ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় সেনাবাহিনীর সহায়তা কামনা করিলে সেনাবাহিনী আসিয়া পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় প্রস্তুতি নিয়ন্ত্রণে আসে। পরে ২১ জুন সন্ধ্যা ৭টার সময় আমি আমার বসতবাড়ির গেট এর সামনে বসা অবস্থায় দেখিতে পাই যে, জাফর ও রনি গ্রুপের সদস্যরা তাহাদের হাতে থাকা তলোয়ার ও চাইনিজ কুড়াল চাপাতি ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুয়ারী বাবুকে ধাওয়া করে। আমি ঘটনাটি দেখিয়া বাড়ির গেট বন্ধ করিয়া ঘরের ভিতরে চলে যাই। বাড়িতে বসিয়া কিছুক্ষণ পর সংবাদ পাই যে,বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন কলাবাগ এলাকায় কুদ্দুস মিয়া নামের একজন লোক খুন হইয়াছে। প্রকৃতিপক্ষে কুদ্দুস হত্যার বিষয়ে আমি কিছুই জানিনা। এর কিছুক্ষণ পর জাফর ও রনি গ্রুপের সদস্যরা তাদের হাতে থাকা তলোয়ার চাইনিজ কুড়াল চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা করিয়া আমার বাড়ির গেট ভাঙচুর করিয়া ও বাড়ির বরাবর ইট পাটকেল দিয়া ঢিল মারিয়া ক্ষতি সাধন করে। আমি ভীত হইয়া মোবাইল ফোনের মাধ্যমে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি ফোর্স সহ ঘটনায় স্থলে আসিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করিলে জাফর ও রনি গ্রুপের সদস্যরা স্থান ত্যাগ করিয়া বন্দর বাজার প্রেসক্লাবের সামনে পৌছালে এবং ইতিমধ্যে বন্দর থানা কমিটির জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান কাজ শেষে তাহার আমিন আবাসিক এলাকার ভাড়াটিয়া বাড়িতে যাওয়ার পথে জাফর ও রনি গ্রুপের সদস্যদের সাথে দেখা হওয়ার সাথে সাথে জাফর ও রনি গং মেহেদী হাসানকে আটক করিয়া সিরাজ দৌলা ক্লাব সংলগ্ন রাস্তার পাশে নিয়া দেশীয় অস্ত্রশস্ত্র দিয়া অতর্কিতভাবে কুপাইয়া ও ঘাই মারিয়া মেহেদী হাসানকে হত্যা করে। যাহা আমি পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজ এর মাধ্যমে দেখতে পাই। কুদ্দুস হত্যা মামলার ধৃত ১নং আসামি জুয়ারী বাবু বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দীতে হত্যার দায় গ্রহণ করেছেন। একই সাথে হত্যার ঘটনায় হান্নান সরকারের কোন সংশ্লিষ্টতা নাই বলেও জানিয়েছেন তিনি। আমি উভয় হত্যারই প্রকৃত অপরাধীদের বিচারের দাবি করি এবং দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। প্রকৃতপক্ষে আমার প্রতিপক্ষরা আমাকে ব্যবসায়িক, সামাজিক ও রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের ষড়যন্ত্র করে কুদ্দুস হত্যার মামলার সহিত জড়িত করেছে। যাহার আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রশাসনের নিকট আমার বিনীত প্রার্থনা এই যে, উভয় হত্যা মামলার বিষয়ে স্বচ্ছ তদন্ত-পূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সদস্য ডালিম প্রধান, রেলী আবাসিক এলাকার সমাজ সেবক আব্দুল হান্নান, নাদির আহাম্মেদ সুজন ও নাহিদ হাসান প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা