আজ সোমবার | ১৮ আগস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ২৩ সফর ১৪৪৭ | রাত ১১:০৯

আ’লীগের অপতৎপরতা রোধে সতর্ক অবস্থানে না’গঞ্জ বিএনপি

ডান্ডিবার্তা | ১৮ আগস্ট, ২০২৫ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে আওয়ামীলীগের সকল অপতৎপরতা রোধে মাঠে নেমেছে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামীলীগ বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য। যাতে আওয়ামীলীগের ষড়যন্ত্র বাস্তবায়িত না করতে পারে সে জন্য বিএনপির একাধিক নেতা মাঠে রয়েছে। তারা আওয়ামীলীগের যে কোন অপতৎপরতা রুখতে প্রস্তুত রয়েছে। রাজনৈতিক উত্তাপের এই সময়টিতে আওয়ামী লীগের যেকোনো কর্মসূচি ঠেকাতে পুরোদমে সতর্ক অবস্থানে রয়েছে জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, অলিগলি ও প্রবেশমুখে তাদের কড়া নজরদারি রাখা হচ্ছে। স্থানীয় নেতারা জানান, আওয়ামী লীগের তৎপরতা রোধ করতেই তারা মাঠে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কোনো উল্লেখযোগ্য কর্মসূচি চোখে পড়েনি। তবে তারা গোপনে সংগঠিত হচ্ছে বলে এমন খবর রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে। এবার আওয়ামীলীগের শোক দিবস পালন হয়নি। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ দিনটিতে শহরজুড়ে দলীয় কর্মসূচির বন্যা বয়ে যেত। দলীয় কার্যালয়ে থাকত নেতাকর্মীদের ভিড়, শহরের বিভিন্ন স্থানে দেখা যেত শোভাযাত্রা, সভা-সমাবেশ। গত বছরের মতো এবারও আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে দলীয় কার্যক্রম ছিল প্রায় নেই বললেই চলে। গত বছরও কেবল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। রাজনৈতিক সূত্র জানায়, মামলা ও গ্রেপ্তার আতঙ্কে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অনেক নেতা এখন এলাকা ছেড়ে গেছেন। কেউ কেউ বিদেশে অবস্থান করছেন, কেউবা আত্মগোপনে আছেন। সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পদত্যাগের পর দলীয় মনোবল মারাত্মকভাবে ভেঙে পড়েছে। ফলে মাঠে সক্রিয় হওয়ার মতো সাহস দেখাতে পারছেন না নেতাকর্মীরা। অন্যদিকে আওয়ামী লীগের এমন দুর্বল অবস্থার সুযোগ নিচ্ছে বিএনপি। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে তারা সতর্ক অবস্থান নিচ্ছে, যাতে প্রতিপক্ষ মাঠে নামতে না পারে। জেলার বিভিন্ন স্থানে, সড়ক-মহাসড়ক ও শহরের অলিগলিতে বিএনপির নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন। মহানগর বিএনপির একাধিক নেতা জানান, শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ এখন সাংগঠনিক দুর্বলতার মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় বিএনপি সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠেছে। ইতিমধ্যেই তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি দ্রুত ভেঙে পড়ছে। বিশেষ করে নারায়ণগঞ্জের মতো ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ শক্ত ঘাঁটিতেও এখন নেতাকর্মীরা তছনছ হয়ে গেছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী নির্বাচনে বিএনপির ‘একক আধিপত্য’ নিশ্চিত হবে বলেই অনেকে ধারণা করছেন। বিএনপি নেতাদের ভাষ্য, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকা- এখন প্রশ্নবিদ্ধ অবস্থায় রয়েছে। দলটির মাঠে ফেরার কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। অন্যদিকে, বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও প্রস্তুত। ফলে আসন্ন নির্বাচনে জয়ের সম্ভাবনা তাদের পক্ষেই বেশি। নারায়ণগঞ্জের রাজনৈতিক মাঠে তাই এখন মূল শক্তি হিসেবে এককভাবে বিএনপিকেই দেখা যাচ্ছে। আওয়ামী লীগের অনুপস্থিতি ও দুর্বলতা তাদের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে, যা বিএনপি সর্বোচ্চভাবে কাজে লাগাচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা