আজ সোমবার | ১৮ আগস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ২৩ সফর ১৪৪৭ | দুপুর ২:৩২

উন্নয়ন কাজে যেন মানুষ দুর্ভোগের শিকার না হয়: ডিসি

ডান্ডিবার্তা | ১৮ আগস্ট, ২০২৫ | ১১:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “আমাদের উন্নয়নমূলক কাজগুলোর ক্ষেত্রে একটা সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি। এটিকে এক প্ল্যাটফর্মে আনতে হবে। যাতে সরকারের অর্থের অপচয় না হয় এবং মানুষও দুর্ভোগের শিকার না হয়।” গতকাল রোববার সকালে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আধুনিক যুগে এই বিষয়গুলো চিন্তা করে যদি প্রকল্প গ্রহণ করতে না পারি তাহলে চলবে না। কারণ আমাদের বাংলাদেশে রিসোর্স অনেক সীমিত। এই অল্প রিসোর্স যদি প্রোপার ইউটিলাইজেশন না হয়, তাহলে আমরা আমাদের কাঙ্খিত যে লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবো না।” ডিসি বলেন, “আমরা এখানে যারা এসেছি সবাই যোগ্যতার পরিচয়ে এখানে এসেছি। এই সরকারের স্বার্থ ও উন্নয়ন প্রোগ্রামগুলোর ক্ষেত্রে আমরা যাতে যোগ্যতার পরিচয় দিতে পারি লক্ষ্য রাখতে হবে। যে কাজগুলো হাতে নিয়েছি এবং করছি, সেসব কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে।” ‘নারায়ণগঞ্জ শহরে প্রচুর যানজট হয়’ উল্লেখ করে তিনি বলেন, “এই যানজট ম্যানেজমেন্ট করতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের জনবল ও বাইরের জনবল দিয়ে, বিভিন্ন স্ট্যান্ড তুলে দিয়ে কোনো রকম চলাচলের উপযোগী করে রাখা হয়েছে। নতুন ব্রিজে যে গাড়িগুলো নামবে সেটি যেনো কোনোভাবে যাতে শহরে প্রভাব না ফেলতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’ তিনি আরও বলেন, “ডিপিডিসি রাস্তায় যে কাজগুলো করছে, কাজ শেষে রাস্তাঘাট যেভাবে ফিরিয়ে দেওয়ার কথা সেভাবে দেওয়া হচ্ছে না। শহরের রাস্তা চাপা ও কাজের ধীরগতির কারণে মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। সরকারেরও অর্থের অপচয় হয়। উন্নয়নমূলক কাজগুলো যারা করছে, তারা সমন্বিতভাবে কাজ করবেন।” ডিসি বলেন, “আমাদের শহরে প্রায় ১১ কিলোমিটার খাল রয়েছে। এই খালগুলোতে উপজেলা পরিষেদ থেকে ব্রিজ করা হচ্ছে। এই ব্রিজগুলো করতে গিয়ে খালগুলোকে ছোট করে ফেলা হয়েছে। ছোট করার ফলে খালের পানির স্রোতে ময়লাসহ বিলের সাথে ধাক্কা খাচ্ছে। পরিষ্কার করার পরেও পানির স্রোত ঠিক করা যাচ্ছে না।” এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষার জেলা কমাড্যান্ট কানিজ ফারজানা শান্তা, সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা