আজ সোমবার | ১৮ আগস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ২৩ সফর ১৪৪৭ | দুপুর ২:৫২

সড়ক নয় যেন মৃত্যুকে আলিঙ্গন!

ডান্ডিবার্তা | ১৮ আগস্ট, ২০২৫ | ১১:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জালকুড়ি-পাগলা সড়কের কিছু অংশের রাস্তায় দুরবস্থা এখন চরমে পৌঁছেছে। ঢাকা পাওয়ার ডিস্টিভিশন কোম্পানি (ডিপিডিসি) রাস্তা খুড়ে মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নেওয়া, আশপাশের শিল্প কারখানার ভারী যানবাহনের চলাচল এবং এবারের অধিক বৃষ্টিপাতের কারণে রাস্তাটিতে কাদাপানি ও গর্তে ভরে গেছে। ফলে শিক্ষার্থী, স্থানীয় পথচারীদের দৈনন্দিন জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। যানবাহন চলাচল তো দূরের কথা, হাঁটাচলাতেও চরম ঝুঁকি ও অসুবিধা সহ্য করতে হচ্ছে সকলকে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা এবং বিলম্বিত কাজের কারণে তাদের ভোগান্তি দিন দিন বাড়ছে। সরেজমিনে দেখা যায়, জালকুড়ি-পাগলা সড়কের দেলপাড়া লিটন জুনিয়ার স্কুল সংলগ্ন এলাকার অন্তত ৩ মিটার রাস্তা খুড়ে ডিপিডিসি বিদ্যুতের তার নিচ্ছে। এতে রাস্তাটির এক পাশ বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যাতায়াতের জন্য প্রায় অনুপযোগী হয়ে গেছে। বৃষ্টির পানি জমে থাকায় এসব রাস্তায় কর্দমাক্ত হয়ে থাকে। রিকশাচালকরা এই রাস্তায় চলাচল করতে চান না। এজন্য বাড়তি ভাড়া গুনতে হয়। ফলে সাধারণ মানুষ অর্থনৈতিক চাপও বাড়ছে। এই সড়ক দিয়ে প্রতিদিন দেলপাড়া স্কুল, পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক ও স্থানীয়রাও যাতায়াত করেন। দেলপাড়ার খোকন উদ্দিন বলেন, প্রতিদিন বাড়ি থেকে বের হলেই এই দুর্ভোগে পড়তে হয়। হেঁটে গেলেও ভোগান্তি, রিকশায় গেলেও ভোগান্তি। সামন্য বৃষ্টিতে এই ভাঙা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরিবেশ তো থাকেই না এবং রিকশাচালককেও যাওয়ার জন্য রাজি করানো যায় না। তারাতারি কাজ শেষ করার বিষয়ে ডিপিডিসি উদাসীন। আমাদের অসুবিধার দিকে কারো কোন কোনো নজর নেই। রাস্তা ভাঙ্গা থাকায় গত এক দশক ব্যাপক দুর্ভোগ সইতে হয়েছে সড়কটির যাত্রীদের। পাগলা নয়ামাটির এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম জানান, ২ বছর আগে সড়কটি সংস্কার করে এলজিইডি। কিছুদিন সড়কের সুফল মিললেও ডিপিডিসির উন্নয়ন কাজের জন্য আবারও চলাচল আবারও দুর্ভোগের কারণ হয়েছে। এ ব্যাপারে ডিপিডিসি ও এলজিইডির দায়িত্বরতদের সাথে যোগাযোগ করে কথা বলা সম্ভব হয়নি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা