আজ সোমবার | ১৮ আগস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ২৩ সফর ১৪৪৭ | দুপুর ২:৩২

বিএনপির বহিকৃতরা দলে ফিরতে দৌড়ঝাপ

ডান্ডিবার্তা | ১৮ আগস্ট, ২০২৫ | ১১:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বহিস্কার হওয়া বিএনপি নেতারা দৌড়ঝাপ করছেন পুনরায় দলে ফির আসার আশায়। তারা ধর্ণা দিচ্ছে বিএনপির শীর্ষ নেতাদের কাছে। যাতে কেন্দ্রীয় নেতাদের ম্যানেজ করে আবার দলে ফিরিয়ে আনা হয়। ৫ আগষ্টের পর যারা বহিস্কার হয়েছেন তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে বা বিএনপি বিরুদ্ধে কুৎসা রটানোর ফলে। বহিস্কৃতরা ক্ষমা চেয়ে পুনরায় বিএনপিতে ফিরতে চায়। দেখা গেছে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে প্রান ফিরে পান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। হাসিনা সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের গায়েবি মামলা ও হামলা সহ্য করেই দিন কাটতো। ফলে দিনের পর দিন নিজ নিজ এলাকায় বা ঘরে থাকতে পারতো না এমন নেতাকর্মীদের সংখ্যা অহরহ। পরবর্তীতে পটপরিবর্তনের পর সাংগঠনিক ভাবে বেশ চাঙা হয়ে উঠেছে বিএনপি। একই সাথে গত ১২ মাসে স্বৈরাচারী আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্যে ও দখলদারিত্বে আপোষ করে খালি মাঠে গোল দিয়ে যাওয়া নেতাদের অপকর্ম ও চাঁদাবাজির ফিরিস্তি উঠে আসায় নির্বাচনের পূর্বে বিএনপিকে ক্লিন রূপে ধারণ করতে চলছে শুদ্ধি অভিযান। যে অভিযানে নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ের ৮ জন বিএনপি নেতা বহিস্কার হয়েছেন, এর মধ্যে দুইজন ৩০ দিনের দন্ডপ্রাপ্ত আসামী হয়ে কারাগারে রয়েছে। এদিকে সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাদের পুরো দমে ভাগ্য পরিবর্তন হয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জে শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজিসহ নানা অপকর্ম এবং ১২ মাসে আঙ্গুল ফুলে কালগাছ বনে যাওয়া নেতাদের তালিকা রয়েছে গোয়েন্দা বাহিনীর হাতে। যাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনী ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি এমনটা জানিয়েছে সূত্র। সূত্র জানায়, আগামী ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে এয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। সেই হিসেব বিবেচনা করেই বিএনপিসহ সকল রাজনৈতিক দলগুলো সামনের দিকে এগুচ্ছে। এদিকে আগামী নির্বাচনে জনগণের আস্থা যোগাতে বিএনপির হাইকমান্ড দলের নাম বিক্রি করে অপকর্ম করা বিএনপি নেতা সকলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে বিএনপিকে জনগণের সামনে ক্লিন ইমেজ হিসেবে উপস্থাপন করার পরিকল্পনা করছেন। পটপরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত গত ১২ মাসের নানা অপকর্মের আমলনামা গোয়ান্দাসহ কেন্দ্রীয় হাইকমান্ডের হাতে প্রস্তুত রয়েছে। এদিকে বিবেচনাসহ নানা দিক লক্ষ্য করে গত ১২ মাসে সারাদেশে বিএনপি থেকে বহিস্কার হয়েছেন প্রায় ৬ হাজারের অধিক নেতাকর্মী। এর মধ্যে নারায়ণগঞ্জে শতাধিক এর অধিক ছাড়িয়েছে। বর্তমানে শুধু বহিস্কারই নয় পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও নেওয়া হচ্ছে। যার অংশ হিসেবে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাবশালী নেতা রিয়াদ চৌধুরীকে দলীয় ভাবমূর্তি নষ্টের দায়ে বিএনপির সকল পদ ও প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার এবং একই দিনে চাঁদাবাজি মামলায় গ্রেফতার হলে এর পর থেকেই বিএনপির একাধিক নেতাকর্মীদের বহিস্কারের পাশাপাশি গ্রেফতার হওয়া মতো ঘটনা ঘটে আসছে। বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা তার গডফাদার, গডমাদারের লোকেরা নারায়ণগঞ্জ জুড়ে যে অপকর্ম পরিচালনা করেছেন তার পরে ও তাদের দল তাদের প্রশয় দিয়েছেন। কিন্তু বিএনপিতে এটা কোনভাবেই সম্ভব নয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা