আজ বুধবার | ২০ আগস্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ২৫ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩৬

আজমেরী ওসমানের ক্যাডার আমির বেপরোয়া

ডান্ডিবার্তা | ২০ আগস্ট, ২০২৫ | ১০:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
মদনপুরের ফুলহরে এখনো বহাল তবিয়তে আজমেরী ওসমানের ক্যডার আমির হোসেন। একনো তার ত্রাস ও চাঁদাবাজির রাজত্ব কয়েম রেখেছে। সন্ত্রাসীদের গডফাদার আজমেরী ওসমানের শেল্টারে মদনপুর ফুলহর গ্রামের ভূমি দস্যু চাঁদাবাজ আমির হোসেন উত্তরাঞ্চলের এক ভয়ংকর শীর্ষ ডন। মদনপুর ফুলহর (নাসিক) ২৭ নং ওয়ার্ডের মৃত সরাফত আলী মেম্বারের ছেলে, সে এক সময় হিমালয় ট্রান্সপোর্ট কোম্পানীর কাউন্টারে বসে টিকেট বিক্রি করতো। হঠাৎ করে সে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে তুলে। এছাড়া ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য নারায়ণগঞ্জের শীর্ষ গডফাদার আজমেরী ওসমানের শেল্টারে গড়ে তুলতে শুরু করে অস্ত্রের মহোশিখা, ভূমি দস্যুতা ও চাঁদাবাজ। তার এই ভূমি দস্যুতা, চাঁদাবাজ ও অস্ত্রের ঝনঝনানিতে রিক্সা চালক থেকে শুরু করে কোন ট্রান্সপোর্ট মালিক ও পরিবহন চালকরা কেহই রেহাই পায়নি। বিগত দিনে স্ট্যান্ড দখল নিয়া মদনপুর ইউপি ৫নং ওয়ার্ডের মেম্বার খলিল কে কয়েকবার প্রকাশে আঘাত করে মেরে ফেলার পরিকল্পনা করে। সর্বশেষ চাঁনপুর স্ট্যান্ডের দোকানের চাঁদা ও সিএনজি অটো গাড়ির চাঁদাকে কেন্দ্র করে প্রকাশ্যে এলোপাথারি কুপিয়ে খলিল মেম্বারকে জখম করে, সে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদের (বরখাস্ত) আস্থাভাজন হয়ে শীর্ষ ডন আমির আরো বেপরোয়া হয়ে উঠে। তার রোষানলের পরে অনেক নীড়িহ পরিবার নিঃশ্ব হয়ে গেছে। এছাড়া তার এই রাজত্ব কায়েম করার জন্য দূর দূরান্ত থেকে লোক ভাড়া করে এনে গড়ে তুলেন এক সন্ত্রাস বাহিনী। এই সন্ত্রাসীদের মাধ্যমে ভূমি দস্যুতা, চাঁদাবাজ ও বিভিন্ন অস্ত্র সরবরাহ করে থাকে। তার এই সন্ত্রাসী ও চাঁদাবাজ এবং ভূমিদস্যুতার প্রতিবাদ করিলে তাকে ধরে এনে তার অফিসে টর্চারশেলে নিয়ে মারধর করে হাতিয়ে নিতো মোটা অংকের টাকা। এই ব্যাপারে এলাকার ভোক্তভোগীরা ভয়ে মুখ খুলতে নারাজ। বিগত বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে আওয়ামী সরকার পতনের আগের দিন রাতের শেষ ভাগে নারায়ণগঞ্জ এর গডফাদার আজমেরী ওসমানের লালিত সন্ত্রাসবাহিনীর মাধ্যমে বেশকিছু অস্ত্র (দেশী-বিদেশী) মদনপুর শীর্ষ ত্রাস উত্তরাঞ্চলের ডন আমিরের কাছে জমা দেয়। যা স্থানীয়রা দেখেও না দেখার ভান করে থাকে। এ পর্যন্ত তার নামে চাঁদাবাজি থেকে শুরু করে একাধিক হত্যা মমলা রয়েছে। এই মামলাগুলি এজাহারে অভিযুক্ত থাকা স্বত্ত্বেও টাকার বিনিময়ে গ্রেফতার এরিয়ে বহাল তবিয়তে রয়েছে। এছাড়া সোনারগাঁও উপজেলার অলিপুরা কান্দাপাড়া এলাকায় এক বিশাল স¤্রাজ্য গড়ে তুলেন যাহা বাগান বাড়ি নামে পরিচিত। সেই বাগান বাড়িতে বিভিন্ন এলাকার সুন্দরী নারীদেরকে নিয়া রঙ মহলে মেতে থাকতেন শীর্ষ ডন আমির ও তার সন্ত্রাসী বাহিনী। এছাড়া শীর্ষ ভূমিদস্যু বিগত দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য নামধারী আওয়ামীলীগের সন্ত্রাসীদের অস্ত্র দিয়ে সহযোগিতা করেন। এই সব অস্ত্রগুলি বেশীর নারায়ণঞ্জের গডফাদার আজমেরী ওসমানের বাহিনীর মাধ্যমে সরবরাহ করে থাকেন। এই অস্ত্রের ঝনঝনানিতে মদনপুর, ফুলহর, মুরাদপুর, দেওয়ানবাগ, চেঙ্গাইন ও অলিপুরা কান্দাপাড়া গ্রামের মানুষ সর্বক্ষণই আতংকে দিন কাটছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা