আজ সোমবার | ২৫ আগস্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ১ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৯:৩৯

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহে মুন্সীগঞ্জের সাংবাদিদের শ্রদ্ধা

ডান্ডিবার্তা | ২৪ আগস্ট, ২০২৫ | ১১:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার দেহে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেছেন তার ভাই সাংবাদিক চিরঞ্জন সরকার। সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে শেষ শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জের সাংবাদিকরা। ফ্রিজিং গাড়িতে করে ঢাকার বাসভবনে আনা হচ্ছে তাকে। গতকাল শনিবার দুপুর সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জ থেকে শববাহী গাড়িটি রওনা হয়। তার ভাই সাংবাদিক চিররঞ্জন সরকার জানান, ফ্রিজার অ্যাম্বুলেন্সটি তার মরদেহ নিয়ে প্রথমে যাবে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসভবনে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা শেষে নেয়া হবে সবুজ বাগের বরেদেশ্বরী কালী মন্দিরে। সেখানেই হবে শেষকৃত্যানুষ্ঠান। এর আগে মুন্সীগঞ্জের সাংবাদিকরা তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। এ সময় কান্নার ভেঙে পড়েন অনেকে। গত বৃহস্পতিবার বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে আর ফিরেনি বিভুরঞ্জন সরকার। পরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে গত শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে বন্দরের নৌপুলিশ তিনি ৫ দশক ধরে সাংবাদিকতা করছিলেন। ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ মো. এহসানুল ইসলাম বলেন, শরীরে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তবে ফরেনসিক বিভাগের রিপোর্টের পর চূড়ান্ত বলা যাবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা