আজ সোমবার | ২৫ আগস্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ১ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১:৩৪

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২৫ আগস্ট, ২০২৫ | ৯:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জ থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামিকে নারায়ণগঞ্জ ও গাজীপুর র‌্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো গাজীপুর সদর থানাধীন ধীরাশ্রম চৌধুরীপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আহসান উল্লাহ(২৮), একই গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে মোবারক হোসেন(৩৮) ও গাজীপুর গাছা থানা এলাকার মৈরান এলাকার আব্দুল বারেক এর ছেলে আব্দুল সেলিম। র‌্যাব-১১ এর সিএসপি-১ এর ভারপ্রাপ্ত এএসপি মো. আল মাসুদ খান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, ২০২০ সালের ৩১ জানুয়ারি র‌্যাব-১১ এর সিপিসি-৩ এর পূর্বাচল ক্যাম্পের সদস্যরা রূপগঞ্জ থানাধীন কাঞ্চন পৌরসভার চরপাড়া গ্রামস্থ জনৈক তাইজ উদ্দিন বাড়ির সামনে এশিয়ান হাই ওয়ে রাস্তার উপর বিশেষ চেকপোস্ট করাকালীন সময় ৩৮হাজার ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেন। পরবর্তীতে উক্ত চেকপোস্টের কমান্ডার পুলিশ পরিদর্শক (শহর ও যান) কাজী আব্দুস ছালাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় যাবতীয় শুনানী শেষে আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদ- প্রদান করে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা