আজ সোমবার | ২৫ আগস্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ১ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১:৪৭

না’গঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা সক্রিয়

ডান্ডিবার্তা | ২৫ আগস্ট, ২০২৫ | ৯:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
এবার নারায়ণগঞ্জ থেকে আওয়ামী দোসররা নিজ এলাকা ছেড়ে বিভিন্ন জেলায় অবস্থান করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলছে। তারা নিজেদের নাম পরিচয় গোপন করে রাজধানীসহ বিভিন্ন জেলায় অবস্থা নিয়ে আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। আওয়ামী দোসররা পুলিশের চোখ ফাঁকি দিয়ে হঠাৎ ঝটিকা মিছিল, গোপন সভাসহ নানা কর্মকান্ড করে যাচ্ছে। তারা গ্রেফতার এরিয়ে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় অবস্থান করায় পুলিশ এখনো তাদের গ্রেফতার করতে পারেনি। তাদের অনেকে রাজধানীতে রিকশা বা অটো চালাচ্ছে বলেও সূত্রে জানা গেছে। তারা নিজেদের আড়াল করতে রিকশা চালক সেজেছে। গতকাল রোববার হঠাৎ রাজধানীতে আওয়ামীলীগের নামে ঝটিকা মিছিল বের করে। যাদের ানেকেই নারায়ণগঞ্জ ও বন্দরের আওয়ামী সন্ত্রাসীরা ছিল। যারা দীর্ঘ ১৬ বছর আওয়ামলিীগের হয়ে সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াতো। গতকাল রোববার রাজধানীর একাধিক স্থানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীর মিছিলে নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লার কয়েকজন কর্মীকে দেখা গেছে। তারা বন্দরের যুবলীগ নেতা খান মাসুদ ও ফতুল্লা স্বেচ্ছাসেবকলীগ নেতা মীর হোসেন মীরুর অনুসারী। ওসমান পরিবারের অনুগত খান মাসুদ ও মীর হোসেন মীরু; এই দুই সন্ত্রাসী নেতার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা- ও মাদক ব্যবসায় জড়িত থাকার বিস্তর অভিযোগ রয়েছে। ঢাকায় আওয়ামী লীগের ওই মিছিল থেকে খান মাসুদের অনুসারী মো. রাজু ওরফে স্ট্যান্ড রাজু পুলিশের হাতে আটক হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এ রাজুর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, দখলবাজি ও মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে। গতকাল রোববার বিকেলে হঠাৎ করেই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঝটিকা মিছিল নিয়ে বের হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই মিছিলে বেশ কয়েকজনকে দেখা যায় যারা নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লা থানা এলাকার বাসিন্দা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা