
ডান্ডিবার্তা রিপোর্ট
‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় সড়কে যাত্রীদের নিরাপত্তা, যানজট নিরসন ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে পেশাদার গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে খানপুরে অবস্থিত বিআরটিএ প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ-র সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমান এবং মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় আমরা পরিবহন ব্যবস্থাকে একটি সবুজ ছাতার নিচে আনার চেষ্টা করছি। আমাদের প্রশাসনের যে ড্রাইভার আছে, তাদের নির্দিষ্ট কোন সময় নেই। ফলে তাদের চাপ নিয়ে গাড়ি চালাতে হয়। এজন্য আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, যাতে চাপমুক্ত থেকে গাড়ি চালাতে পারে। যারা গাড়ি চালান, গাড়ি হচ্ছে তাদের জীবিকার মূল উৎস। আমরা গাড়ি চালাচ্ছি গাড়ির টাইমওভার হয়ে গিয়েছে কিনা সেটা খেয়াল করতে হবে। আপনারা যেমন শরীরের উপর যতœ নিবেন ঠিক তেমনি গাড়ির উপর যতœ নিতে হবে।” তিনি বলেন, আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান। এই জেলায় যত ড্রাইভার ও হেল্পার আছে তাদের সবাইকে আমরা প্রশিক্ষণ দিবো। অনেক সময় দেখা যায়, সচেতনতার অভাবে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে হলেও তার সময় পার হয়ে যায়।” তিনি আরও বলেন, “কার ড্রাইভিং লাইসেন্স কতদিন মেয়াদ আছে? তার শারীরিক অবস্থা কি? আমরা সে বিষয়গুলোর একটা ডাটাবেজ তৈরি করছি। ভবিষ্যতে যারা ডাটাবেজের আওতায় আসবেন তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করতে পারি কিনা সেটিও আমাদের পরিকল্পনায় রয়েছে। মূল লক্ষ্য হচ্ছে আমরা কিভাবে পরিবহন ব্যবস্থাকে নিরাপদ করতে পারি। আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে আরেকজনকে সচেতন করতে পারবো। বাস ড্রাইভার যারা আছে তাদেরকে এক ধরনের পোশাক দিচ্ছি, সরকারি ড্রাইভার যারা আছে তাদেরকে আরেক ধরনের পোশাক দিচ্ছি। আমি মনে করি এতে আত্মবিশ্বাস ও পরিচয় বহন করবে।” এ কর্মশালায় ৩০ জন পেশাদার চালক অংশ নেন। পাশাপাশি ডাটাবেজ তৈরি ও নতুন পোশাক বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯