
ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি কর্মসূচী পালন করেছে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কর্মচারীরা। গতকাল রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে কর্মবিরতি। দূর্নীতি ও অনিয়মের অভিযোগ সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক সায়মা খানম আইসিটি বিভাগ বন্ধ করে রাখায় বেতন পাচ্ছে না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতাই মজুমদারসহ সকল শিক্ষকের অভিযোগ। ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা জানান, দুনীতি, অনিয়ম ও অর্থ আতœসাতের স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সায়মা খানমকে ৪ মাস আগে সাময়িত বরখাস্ত করে স্কুল কমিটি। এসময় তিনি স্কুলের সকল কিছু তালাবদ্ধ করে রেখে গেছে। স্কুলের কার্যক্রম পরিচালনায় আইসিটি বিভাগের পার্সওয়ার্ড ক্লোন করায় ৪ মাস যাবত স্কুল ও কলেজের ৩৮জন শিক্ষক-কর্মচারী বেতন পাচ্ছেন না। সরকারি ভাবে তাকে নির্দেশনা দিলেও তিনি স্কুলের এক্সসেস দিচ্ছে না। এর ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে। এদিকে শিক্ষক কর্মচারি কর্মবিরতির কারণে স্কুল এন্ড কলেজের ১২শ শিক্ষর্থীর পাঠদানে বিঘœ ঘটছে বলে অভিভাবকদের অভিযোগ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতাই মজুমদারের সভাপতিত্বে কর্মবিরতিতে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি শাহাদৎ হোসেন, সহকারি শিক্ষক মুক্তি বেগম, তৌহিদুল ইসলাম শুভ, রওশন আরা, উম্মে সালমা, আশমাতুন্নাহার, তারভীর ইসলাম শিমুল প্রমুখ। শিক্ষকদের দাবি দুনীতির দায়ে স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সায়মা খানমকে ৪ মাস পূর্বে সাময়িত বরখাস্ত করেছে স্কুল কমিটি। তার বিরুদ্ধে তদন্ত চলমান। কিন্তু সে স্কুলের সকল কিছু তালাবদ্ধসহ স্কুলের কার্যক্রম পরিচালনার জন্য সরকারি অনলাইন পার্সওয়ার্ড নিজের কাছে কুক্ষিগত করে রেখেছে। যার কারণে ৪ মাস যাবত শিক্ষক কর্মচারীরা বেতন পাচ্ছেন না। তাকে বারবার বলার পরে এবং সরকারি ভাবে তাকে নির্দেশনা দিলেও সে স্কুলের এক্সসেস দিচ্ছে না। একে করে স্কুলের সকল কার্যক্রমে বেঘাত সৃষ্টি হচ্ছে। কলেজ শাখায় শিক্ষার্থীরা আবেদন করলেও স্কুল কর্তৃপক্ষ তাদের এনসিউর করতে পারছেনা পার্সওয়ার্ডের কারণে। এ ব্যপারে সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক সায়মা খানমের মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি। এদিকে স্কুলের সভাপতি ওমরা পালনে সৌদী আরবে থাকায় তার বক্তব্য নেয়া যায়নি। এ বিষয়ে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম বলেন, কর্মবিরতির বিষয়টি অবগত নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯