আজ সোমবার | ২৫ আগস্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ১ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ২:০১

নারায়ণগঞ্জে ক্রিকেট উন্নয়নে বিসিবি বড় পরিকল্পনা রয়েছে

ডান্ডিবার্তা | ২৫ আগস্ট, ২০২৫ | ৯:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের ক্রিকেটের ঐতিহ্যকে সামনে রেখে বড় পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নারায়ণগঞ্জে আধুনিক ক্রিকেট অবকাঠামো গড়ে তোলা হবে। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় জেলা ক্রীড়া কমপ্লেক্সে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত “ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এর আগে তিনি ফতুল্লা রিয়া গোপ স্টেডিয়ামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। আমিনুল ইসলাম বলেন, “নারায়ণগঞ্জ একসময় দেশের ক্রিকেটের অন্যতম কেন্দ্র ছিল। এখানকার ইতিহাস সমৃদ্ধ। আমি যখন ক্রিকেট শিখছিলাম, তখন নারায়ণগঞ্জের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এখানকার ক্লাবগুলো থেকে অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে উঠে এসেছে। কিন্তু আজ ফতুল্লা স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার কষ্ট হয়েছে। একসময় এখানে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, অথচ এখন সেটি জরাজীর্ণ।” তিনি জানান, নারায়ণগঞ্জে ক্রিকেটের উন্নয়নে বিসিবির বড় পরিকল্পনা রয়েছে। “এখানে এসে মাত্র তিনটি উইকেট দেখলাম। আমরা অন্তত ২০টি উইকেট তৈরি করবো। এছাড়া কোচিং সুবিধা বৃদ্ধি এবং ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমাদের লক্ষ্য—নারায়ণগঞ্জের খেলোয়াড়দের আর ঢাকায় গিয়ে খেলার সুযোগ খুঁজতে না হয়, এখানেই যেন সব সুযোগ পায়।” বিসিবি সভাপতি আরও বলেন, “আমাদের সময় ক্রিকেট শুধু বছরের নির্দিষ্ট সময়ে হতো, এখন ১২ মাস খেলা হয়। তাই উন্নত অবকাঠামোর বিকল্প নেই। আশা করছি দ্রুত কাজ শুরু হবে এবং পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে। ভবিষ্যতের তামিম ও সাকিব নারায়ণগঞ্জ থেকেই বেরিয়ে আসুক, সেটাই আমাদের প্রত্যাশা।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। এসময় আরও উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, মডেল গ্রুপের চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, কোয়াব নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিদ্যুৎসহ অন্যরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা