আজ সোমবার | ২৫ আগস্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ১ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৯:৫০

সিদ্ধিরগঞ্জে ভূয়া সেনা কর্মকর্তা আটক

ডান্ডিবার্তা | ২৪ আগস্ট, ২০২৫ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দানকারী ফয়সাল আহম্মেদ (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ভুয়া পরিচয়দানকারী ওই প্রতারকের কাছ থেকে সেনাবাহিনীর লোগো ব্যবহৃত ভুয়া আইডি কার্ড, ব্যাগ, পোশাক ও নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেফতারকৃত প্রতারক ফয়সাল আহম্মেদ নরসিংদী জেলার নুরুল ইসলামের ছেলে। গত শুক্রবার রাতে জেলার আড়াইহাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, ফয়সাল আহম্মেদ বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টনম্যান্টের ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে এক বছর আগে ভুক্তভোগি প্রবাসীর স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তাকে প্রেমের ফাঁদে ফেলেন। তিনি গত ৯ আগস্ট নিজের কর্মস্থল পরিবর্তন হয়ে ময়মনসিংহে বদলির কথা জানান ওই নারীকে। পরে ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ময়মনসিংহ জেলায় নিয়ে একটি ফ্ল্যাট বাসায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন ফয়সাল। পরবর্তীতে ওই নারীকে ময়মনসিংহ থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিয়ে আটকে রাখেন ফয়সাল আহম্মেদ। এক পর্যায়ে প্রবাসী স্বামীকে তালাক দেয়ার জন্য ফয়সাল ওই নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে চাপ প্রয়োগ করেন। পরে ভুক্তভোগী নারী ফয়সালের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং সেখান থেকে উদ্ধার পাবার জন্য মুঠোফোনে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর ওই নারীর পরিবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তা চাইলে পুলিশ ফয়সালকে গ্রেফতার ও নারীকে উদ্ধারে অভিযান চালায়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গ্রেফতার ফয়সাল আহম্মেদ একজন প্রতারক। তিনি নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগি নারীর সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এর আগেও তিনি এমন ঘটনা ঘটিয়েছে। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় নারীকে উদ্ধার করার পাশাপাশি আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা