
ডান্ডিবার্তা রিপোর্ট
দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। আর নির্বাচনকে পতিহত করতে পরাজিত শক্তি সক্রিয় হতে শুরু করেছে। আর প্রতি বারই নির্বাচনের আগে সরকার বৈধ বা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালায়। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এবার অবৈধ অস্ত্রের পাশাপাশি বিপুল পরিমান লুন্ঠিত অস্ত্র অপরাধির হাতে রয়েছে। যা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে নারায়ণগঞ্জে বিএনপির সম্ভাব্য প্রার্থী থেকে শুরু করে কেন্দ্রীয় বিএনপি ও নারায়ণগঞ্জ বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন। নারায়ণগঞ্জ বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলেন, গত বছরের ৫ আগষ্টে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে ৩দিন কোন সরকার ছিল না। এমনকি কোন প্রশাসনও ছিল না। দেশের অনেক থানায় হামলা ও অস্ত্র লুট হয়েছে। সেই লুন্ঠিত অস্ত্র কিছু উদ্দার হলেও সিংহভাগ এখনো উদ্ধার হয়নি। যা পরাজিত শক্তিসহ অপরাধীদের কাছে পৌছে গেছে। এ অস্ত্র উদ্ধার করা না গেলে নির্বাচনে এর ব্যবহার হওয়ার সম্ভানা বেশী। কারণ পরাজিত শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে আসছে। তারা নির্বাচনে অরাজকতা সৃষ্টি করতে পারে। এনিয়ে প্রার্থীসহ দেশবাসী শঙ্কিত আছে। তাই সারা দেশে চিরুনী অভিযান চালিয়ে সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করা জরুরী। এদিকে সংসদ নির্বাচনের আগে সারাদেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে ‘বিপদ’ দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের কাছে অবৈধ অস্ত্র আছে, অবৈধ টাকা আছে। সামনে নির্বাচন; যদি অন্তবর্তীকালীন সরকার এই অবৈধ উদ্ধার করতে না পারে, তাহলে আগামী নির্বাচন বিপজ্জনক হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। রিজভী বলেন, বর্তমান প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই ঘাপটি মেরে বসে আছে। তারা সুযোগ পেলে অন্তর্বতী সরকার ও গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে কাজ করবে। যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, তারা দেখছেন বিভিন্ন জায়গায় উদ্দেশ্য নিয়ে বসে আছেন এবং বিভ্রান্ত তৈরিতে তারা কাজ করছেন। শেখ হাসিনা যেমন গায়ের জোড়ে চালিয়েছে যে- প্রধান বিচারপতির সঙ্গে মতের মিল হয়নি তারপর গোয়েন্দা সংস্থার লোকদের পাঠিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। রিজভী আরও বলেন, ৫ আগস্টের পর আমাদের যে অর্জন তা ধরে রাখতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি করে ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করা যাবে না। ১৫-১৬ বছরে জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯