আজ সোমবার | ২৫ আগস্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ১ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৪:৪৭

শিক্ষকরাই পারে একটি আর্দশ জাতি উপহার দিতে

ডান্ডিবার্তা | ২৫ আগস্ট, ২০২৫ | ৯:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল রবিবার দিনব্যাপী নারায়ণগঞ্জ ইসলামীয়া কামিল মাদ্রাসা হল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে সদর উপজেলা ও বন্দর উপজেলাধীন সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন স্তরের মাদ্রাসা শিক্ষকদের নিয়ে সারা দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহজাহান মিয়ার সঞ্চালনায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। এসময় তিনি বলেন “আর্দশ শিক্ষকরাই পারে আর্দশ জাতী উপহার দিতে।ৃ একজন ব্যক্তি যদি সত্য জানার পরেও সে ব্যক্তি যদি তা গোপন রাখে। কুরআনে আল্লাহপাক তাকে যালেম বলেছে। এসময় তিনি আরো বলেন পৃথিবীতে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কাউকেই ভয় করা যাবেনা। আমাদের বুকে আল্লাহর ভয়কে লালন করলে দেখবেন দুনিয়ার সমস্ত ভয় দূরে সরে গেছে। অনুষ্ঠানে প্রধান আলোচনা করেন মেসবাহুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. মাওলানা শাহজাহান মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মোঃ ওমর ফারুক। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় সনদ প্রাপ্ত মাস্টার ট্রেইনারগণ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর এনসিটিবির সহকারী অধ্যাপক ড. মোঃ আবু হানিফ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ড. মোহাম্মদ আবু ইউসুফ খান, উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ড. মাওলানা আনোয়ার হোসাইন মোল্লা। এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা