আজ রবিবার | ৩১ আগস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২ | ৭ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১২:৫৬
শিরোনাম:
নুরুলহক নুরের উপর হামলার নিন্দায় না’গঞ্জের নেতারা    ♦     মদনপুরে আওয়ামী দোসরদের চোখ রাঙানী    ♦     দেশকে বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে    ♦     পুলিশের সামনেই বাদীকে পিটিয়ে আহত    ♦     ফেব্রুয়ারির আগেই হাসিনার বিরুদ্ধে বহু মামলার রায়    ♦     সোনারগাঁয়ে বিএনপির দুই নেতার চাঁদাবাজি!    ♦     ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু    ♦     ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ    ♦     নির্বাচন বানচালের জন্য একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত    ♦     শহরকে যানজট মুক্ত রাখার দাবিতে সংবাদ সম্মেলন পরিবেশ আন্দোলনের    ♦    

পিআর প্রদ্ধতি বাস্তবায়নে মাঠে নামবে জামায়াত

ডান্ডিবার্তা | ৩০ আগস্ট, ২০২৫ | ৭:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নির্বাচন কমিশনের রোডম্যাপকে অগণতান্ত্রিক উল্লেখ করে জামায়াত এর বিরোধীতা করেছে। এ নিয়ে নারায়ণগঞ্জ জামায়াতের নেতাকর্মীরা বলেন, নির্বাচন কমিশন এখনো স্বাধীনভাবে কাজ করতে পারছেনা। একটি দলের আজ্ঞাবহ হয়ে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বচন কমিশনের এ রোডম্যাপ প্রত্যাহার করে পিআর প্রদ্ধতিসহ নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করতে হবে। আমরা আর কোন ফ্যাসিবাদের উত্থান হতে দেব না। প্রয়োজনে আমরা রাজপথে নামব। জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোডম্যাপের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক।’ তিনি উল্লেখ করেন যে, জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো ঠিক হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এমতাবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ব ও আংশিক। এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল বলে আমরা মনে করি।’ এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভ-ুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় দলটির নায়েবে আমির বলেন, প্রচলিত পদ্ধতি ও নতুন পিআর পদ্ধতি; দুটোর মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা ইসির বড় ধরণের অপরাধ। নির্বাচন কমিশন ও সরকারকে রিফর্ম চার্টারের মাধ্যমে আগামী নির্বাচন করতে বাধ্য করবে জামায়াতে ইসলামী। এর আগে, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এতে জানানো হয়, ২৪ ধাপে ভোটের কর্মপরিকল্পনা প্রস্তুত করেছে কমিশন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা