আজ রবিবার | ৩১ আগস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২ | ৭ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১২:৪৪
শিরোনাম:
নুরুলহক নুরের উপর হামলার নিন্দায় না’গঞ্জের নেতারা    ♦     মদনপুরে আওয়ামী দোসরদের চোখ রাঙানী    ♦     দেশকে বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে    ♦     পুলিশের সামনেই বাদীকে পিটিয়ে আহত    ♦     ফেব্রুয়ারির আগেই হাসিনার বিরুদ্ধে বহু মামলার রায়    ♦     সোনারগাঁয়ে বিএনপির দুই নেতার চাঁদাবাজি!    ♦     ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু    ♦     ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ    ♦     নির্বাচন বানচালের জন্য একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত    ♦     শহরকে যানজট মুক্ত রাখার দাবিতে সংবাদ সম্মেলন পরিবেশ আন্দোলনের    ♦    

বার নির্বাচনে ঘুরে দাঁড়ালো বিএনপি

ডান্ডিবার্তা | ৩০ আগস্ট, ২০২৫ | ৭:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ইং সালের কার্যকরী কমিটির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল। এ নির্বাচনের মাধ্যমে আদালতপাড়ায় ঘুরে দাঁড়ালো বিএনপি। গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে এডভোকেট সরকার হুমায়ুন কবির ও এডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধান পরিষদ ১৭টি পদের মধ্যে ১৬টি পদে জয়লাভ করে। এই বিজয়ের পেছনে নেতৃত্ব ও নির্বাচনী ভূমিকা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। তাদের অক্লান্ত পরিশ্রম, দিন-রাত নিরলস প্রচেষ্টা এবং কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ নারায়ণগঞ্জ জেলা-মহানগর বিএনপির সব নেতাকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় নীল প্যানেল এ ঐতিহাসিক বিজয় অর্জন করে। নির্বাচনী ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ বারের প্রার্থীরা ১৭টি পদের মধ্যে ১৬টি পদে জয়লাভ করার জন্য আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আনন্দিত—এই বিজয় শুধু আমাদের নয়, বরং সকল আইনজীবীদের। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল সদস্যদের পক্ষ থেকে, আমাদের নেতা জনাব তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সকল নেতৃবৃন্দ ও আইনজীবীদের ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, এই বিজয়ের পথে কিছু চক্রান্তকারী সক্রিয় ছিল। দলের ভেতর গোপনে থাকা একটি পক্ষ নানা কৌশলে আমাদের হেনস্থা করার চেষ্টা করেছে। কিন্তু আমরা কারো প্রতি ক্ষোভ পোষণ করি না। ফলাফল প্রমাণ করেছে, আইনজীবীরা ঐক্যবদ্ধ। আগামীকাল থেকেই আমরা আইনজীবী পার্কসহ সব জায়গায় একসাথে কাজ করবো। আইনজীবীরা একটি পরিবার, আমরা ভাই ভাই। এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রতিক্রিয়ায় বলেন, “আজকের এ বিজয় সত্যের বিজয়, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিজয়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজয়, জিয়া পরিবারের বিজয়। অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে সাধারণ আইনজীবীরা এ বিজয় নিশ্চিত করেছেন। আমি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।” বিজয়ী ১৬ জন আইনজীবী ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বিজয়ের নেপথ্যে সর্বাধিক অবদান রেখেছেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। হুমায়ূন–-আনোয়ার পরিষদ ১৭টি পদের মধ্যে ১৬টি পদে জয়লাভ করেছে। সভাপতি: অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির (৬০০ ভোট) সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান (৭১৮ ভোট, সর্বোচ্চ) জ্যেষ্ঠ সহসভাপতি: অ্যাড. কাজী আব্দুল গাফ্ফার (৬৯৭ ভোট) সহসভাপতি: অ্যাড. সাদ্দাম হোসেন (৫৫৫ ভোট) যুগ্ম সাধারণ সম্পাদক: অ্যাড. ওমর ফারুক নয়ন (৬৭৫ ভোট) কোষাধ্যক্ষ: অ্যাড. শাহাজাদা দেওয়ান (৭৫৫ ভোট) আপ্যায়ন সম্পাদক: অ্যাড. মাইন উদ্দিন রেজা (৭৯৭ ভোট) লাইব্রেরি সম্পাদক: অ্যাড. হাবিবুর রহমান (৫৯০ ভোট) ক্রীড়া সম্পাদক: অ্যাড. আমিনুল ইসলাম (৬৪৫ ভোট) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: অ্যাড. সারোয়ার জাহান (৫৭২ ভোট) সমাজসেবা সম্পাদক: অ্যাড. রাজিব মন্ডল (৬০০ ভোট) আইন ও মানবাধিকার সম্পাদক: অ্যাড. মামুন মাহমুদ মিয়া (৫৮৫ ভোট)। কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছে, অ্যাড. দেওয়ান আশরাফুল ইসলাম (৭৩৪ ভোট) অ্যাড. ফাতেমা আক্তার সুইটি (৬৯৭ ভোট) অ্যাড. আবু রায়হান (৬৯৪ ভোট) অ্যাড. তেহসিন হাসান দিপু (৫৭৪ ভোট) জামায়াত সমর্থিত অ্যাড. আফরোজা জাহান (৫২৩ ভোট)। এই নির্বাচনী ফলাফলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ইতিহাসে নীল প্যানেলের এক অভূতপূর্ব বিজয় ঘটলো।

ই-২০ পি-৪ কলাম-২ (ছবি-১৬ কলাম-২)




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা