আজ রবিবার | ৩১ আগস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২ | ৭ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১২:৪০
শিরোনাম:
নুরুলহক নুরের উপর হামলার নিন্দায় না’গঞ্জের নেতারা    ♦     মদনপুরে আওয়ামী দোসরদের চোখ রাঙানী    ♦     দেশকে বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে    ♦     পুলিশের সামনেই বাদীকে পিটিয়ে আহত    ♦     ফেব্রুয়ারির আগেই হাসিনার বিরুদ্ধে বহু মামলার রায়    ♦     সোনারগাঁয়ে বিএনপির দুই নেতার চাঁদাবাজি!    ♦     ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু    ♦     ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ    ♦     নির্বাচন বানচালের জন্য একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত    ♦     শহরকে যানজট মুক্ত রাখার দাবিতে সংবাদ সম্মেলন পরিবেশ আন্দোলনের    ♦    

অস্তিরতা সৃষ্টির পায়তারা ছাত্রলীগের

ডান্ডিবার্তা | ৩০ আগস্ট, ২০২৫ | ৭:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে আবারো অপতৎপরতা চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগ। তারা অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। তারা দেশ ও সরকারের বিরুদ্ধে আবারো মাথাচাড়া দিয়ে উঠছে। পুলিশের চোখে ফাঁকি দিয়ে তারা অস্থিরতা সৃষ্টির জন্য মিছিলের চেষ্টা করে। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ছাত্রলীগ সন্ত্রাসী কায়দায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য মোটর সাইকেল যোগে ঝটিকা মিছিল করে। এ বিষয়ে সাধারণ মানুষ তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। স্থানীয়রা মনে করেন, বন্দর ও নারায়ণগঞ্জের আওয়ামীলীগ ও ছাত্রীগের পলাতকদের সহায়তায় এই মিছিল করার সাহস করেছে সন্ত্রাসী ছাত্রলীগ। এদের দ্রুত প্রতিহত করতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের অপমান, লাঞ্ছনা ও গ্রেফতারের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে প্রতিবাদ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে, মিছিলকারীদের পরিচয় জানা সম্ভব হয়নি। গতকাল শুক্রবার বিকালে মহাসড়কের মদনপুর অংশে মোটরসাইকেলযোগে মিছিলটি করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক প্যাজে মিছিলের একটি ভিডিও আপলোড করা হয়েছে। তবে প্রতিবাদ মিছিল সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবগত নয় বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগে আপলোড করা ভিডিওতে দেখা গিয়েছে, প্রায় ১০-১৩টি মোটরসাইকেলযোগে অন্তত ২৫ জন তরুণ-যুবক অন্তর্র্বতী সরকারের প্রধান ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে তাদের বলতে শোনা গেছে,”বাংলাদেশের মাটি শেখ হাসিনার ঘাঁটি, শেখ হাসিনা বীরেরবেশে আসবে ফিরে বাংলাদেশে। শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, ইউনূস তুই রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়, ২৪ এর রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়”। এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, মিছিলটি মদনপুর এলাকায় করেছে। এটা পড়েছে বন্দর থানা এলাকায়। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী, আমরা মিছিল সম্পর্কে কোনো তথ্য পাইনি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মিছিল সংক্রান্ত কোনো তথ্য আমরা পাইনি, খোঁজ নেওয়া লাগবে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা