আজ রবিবার | ৩১ আগস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২ | ৭ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১২:৪৫
শিরোনাম:
নুরুলহক নুরের উপর হামলার নিন্দায় না’গঞ্জের নেতারা    ♦     মদনপুরে আওয়ামী দোসরদের চোখ রাঙানী    ♦     দেশকে বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে    ♦     পুলিশের সামনেই বাদীকে পিটিয়ে আহত    ♦     ফেব্রুয়ারির আগেই হাসিনার বিরুদ্ধে বহু মামলার রায়    ♦     সোনারগাঁয়ে বিএনপির দুই নেতার চাঁদাবাজি!    ♦     ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু    ♦     ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ    ♦     নির্বাচন বানচালের জন্য একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত    ♦     শহরকে যানজট মুক্ত রাখার দাবিতে সংবাদ সম্মেলন পরিবেশ আন্দোলনের    ♦    

আ’লীগের নয়া ষড়যন্ত্র মঞ্চ-৭১

ডান্ডিবার্তা | ৩০ আগস্ট, ২০২৫ | ৭:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নতুন নামে আওয়ামীলীগ দেশের রাজনীতিতে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আওয়ামীলীগ যতবার দেশে অপতৎপরতা চালাতে চেষ্টা করেছে ততবার ব্যর্থ হয়েছে। এবার নতুন করে মঞ্জ-৭১ নামে আওয়ামীলীগ তাদের ষড়যন্ত্রের জাল বিছানোর চেষ্টা করে। যা বৈষম্যবিরোধী ছাত্ররা ভন্ডুল করে দেয়। এ মঞ্চের অনুষ্ঠানে নারায়ণগঞ্জ থেকে কিছু আওয়ামী দোসর যোগ দেয়ার চেষ্টা করে। পরে তারা অবস্থা বেগতি দেখে ছটকে পড়ে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। নারায়ণগঞ্জ থেকে আওয়ামী দোসররা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের কাছে পৌছে জানতে পারে তাদের অনুষ্ঠার ভন্ডুল হয়েছে। পুলিশ কয়েক নেতাকে আটক করেছে। এমন সংবাদ পেয়ে তারা দ্রুত এলাকা থেকে কেটে পড়ে। বৃহস্পতিবার সকালে মঞ্চ ’৭১ নামে একটি সংগঠন গোলটেবিল অনুষ্ঠানের আয়োজন করে। এ সংগঠনের ব্যানারে অনুমতি ছাড়া গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নাম ব্যবহার করা হয়। এ বিষয়ে গণফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান প্রতিবাদ জানিয়েছেন। গণফোরামের নেতারা বলেছেন, মঞ্চ-৭১ নামে যে সংগঠন ড. কামাল হোসেনের নাম ব্যবহার করে সেমিনারের বিজ্ঞাপন ছাপিয়েছে। তার সঙ্গে ড. কামাল হোসেনের গণফোরামের কোনো সম্পৃক্ততা নেই। তবে ‘জুলাইযোদ্ধা’রা প্রতিবাদ করায় সেই অনুষ্ঠান প- হয়ে যায়। এ সময় অনুষ্ঠানে অংশ নেয় নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৫ জনকে পুলিশ হেফাজতে নেয়। এর মধ্যে লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্নাসহ ৬ জনকে ডিবি কার্যালয়ে এবং ৯ জনকে শাহবাগ থানা হেফাজতে নেওয়া হয়। পরে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষে জামিন আবেদন করা হয়নি। জামিন চাইতে তিনি আইনজীবীর ওকালতনামায় স্বাক্ষর করেননি। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন তার পক্ষে আদালতে উপস্থিত হওয়া আইনজীবী সাইফুল ইসলাম সাইফ। তিনি বলেন, লতিফ সিদ্দিকীর জামিনের প্রার্থনার জন্য যখন তার কাছে ওকালতনামায় স্বাক্ষর করতে যাই, আদালতের অনুমতি সাপেক্ষে-তখন তিনি বলেন, যে আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই, তার কাছে কেন জামিন চাইব? আমি ওকালতনামায় স্বাক্ষর করব না, জামিন চাইব না। পরে আদালতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আওয়ামীলীগ যেভাবে দেশে অপতৎপরতা চালাচ্ছে তাতে অনেকে শঙ্কিত। আওয়ামী দোসররা দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে। তবে প্রশানরে কঠোর নজরধারীর কারণে তারা বার বার ব্যর্থ হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা