আজ সোমবার | ১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ ভাদ্র ১৪৩২ | ৮ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৪:৩৬

ধানের শীষ পাওয়ার লাড়াই শুরু!

ডান্ডিবার্তা | ৩১ আগস্ট, ২০২৫ | ৬:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের সদর-বন্দর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যে ১১জন মনোনয়ন প্রত্যাশী হিসাবে ঘোষনা দিলেও তফসিল ঘোষনার পর আরো বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধামহল। গত শুক্রবার দেওভোগে লিফলেট বিতরণ করে প্রফেসর আলিয়া নামের ব্যক্তি নিজেকে মনোনয়ন প্রত্যাশী ঘোষনা করেন। গতকাল শনিবার বন্দর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম মোস্তফা সাগর নিজেকে মনোনয়ন প্রত্যাশী ঘোষনা করেন। সকলেই নিজেদের ক্লিন ইমেজধারী দাবি করে বলছেন আমিই বিএনপির মনোনয়ন পাব। তবে দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ বিএনপির সকল নেতাকর্মীর আমল নামা হাই কমান্ডের হাতে রয়েছে। গত বছরের ৫ আগষ্টে স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর বিএনপি নেতারা কে কি করেছে সব কিছু হাই কমান্ডের নজরে রয়েছে। কারা চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, কারা অল্পদিনে বিত্তবান হয়েছে কার কি ভ’মিকা ছিল তা সব কিছু বিবেচনা করেই মনোনয়ন দেয়া হবে। যেহেতু বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল তাই মনোনয়ন প্রত্যাশী অনেকেই থাকতে পারে। মনোনয়ন তাদের দেয়া হবে যাদের জনগণ ক্লিন হিসাবে জানে। কেন্দ্রীয় হাই কমান্ড সূত্রে আরো জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নাম ব্যবহার করে যারা বিভিন্ন অপরাধ করেছে তাদের ছাড় দেয়া হবে না। বিএনপি কোন চাঁদাবাজ ও দখলবাজদের দলে রাখবে না। এতে করে অনেকের ত্যাগ থাকলেও ছাড় পাবে না। তারেক রহমানের অঙ্গিকার চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া। সে লক্ষ্যে দলটি গুছাতে শুরু করেছে। ইতিমধ্যে দল থেকে কয়েক হাজার নেতাকর্মীদের বহিস্কার করা হয়েছে। আরো বহিস্কারের পথে রয়েছে। এদিকে সদর-বন্দর আসনে বিএনপি থেকে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন এ আসনের তিনবারের সাবেক এমপি, মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ টিপু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি গোলাম মোস্তফা সাগর, বিএনপি নেতা প্রফেসর আলিয়ান, ব্যবসায়ী প্রাইম বাবুল। এদের মধ্য থেকেই যোগ্য মনোনয়ন প্রত্যাশী খুঁজে বের করছে বিএনপির হাইকমান্ড। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নানান জটিলতা ভেঙে ফের মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে গত বৃহস্পতিবার নির্বাচনের পূর্বে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটে বিএনপির সমর্থিত প্যানেলের বিজয়ের মাধ্যমে বিএনপির নারায়ণগঞ্জে তাদের জনপ্রিয়তার জানান দিয়েছেন। তাছাড়া আদালত প্রাঙ্গনে আইনজীবী সমিতির উৎসবমুখর নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা সকল দ্বন্দ্ব ভূলে ঐক্যবদ্ধ থাকতে দেখা যায়। বিএনপি নেতারা ঘোষণা দেয় নিজেদের মধ্যে নানান বিভেদ থাকলেও দলীয় সকল কর্মসূচি বা কার্যক্রমে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পরি এটাই বিএনপির মূল শক্তি। এদিকে বর্তমানে রোডম্যাপকে অনুসরণ করে আগামী নির্বাচনের পথে হাঁটছে বিএনপি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা