আজ সোমবার | ১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ ভাদ্র ১৪৩২ | ৮ রবিউল আউয়াল ১৪৪৭ | সন্ধ্যা ৭:১৬

নির্বাচনের ট্রেনে সম্ভাব্য এমপি প্রার্থীরা

ডান্ডিবার্তা | ০১ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নির্বাচনের পথে হাটছে রাজনৈতিক দলগুলি। নারায়ণগঞ্জের সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন। তারা মাঠও চষে বেড়াচ্ছেন। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে সকলেই মত দিয়েছে। তবে কিছু দল নির্বাচনের রোডম্যাপে কিছু পরিবর্তনের শর্ত জুড়ে দিয়েছে। জাতায়াত ও এনসিপি পিআর প্রদ্ধতিতে নির্বাচন ও নির্বচনের আগে সংবিধান সংশোধনের দাবি জানান। কিন্তু প্রধান উপদেষ্টা এ বিষয়গুলি নির্বাচন সরকার এসে সমাধান করবে। প্রধান উপদেষ্টার সাথে ৩টি বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৈঠক সফল হয়েছে। প্রধান উপদেষ্টার দেয়া নির্ধারিত সময়ে যথা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে। গতকাল রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূছ বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করেন। বৈঠকে সকলেই নির্বাচনের পক্ষে অবস্থান নেন। তবে জামায়াত ও এনসিপি পিআর প্রদ্ধতির পক্ষে জোর দেন। সেই সাথে ভিপি নূরের উপর হামলার বিষয়ে জাতীয়পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত হয়েছেন। তিনি বলেন, একটি শক্তি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচনের তারিখ হিসেবে যেটা ঘোষণা দেওয়া হয়েছে সেই তারিখেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিএনপির প্রতিনিধি দল সন্ধ্যা সোয়া ৭টায় যমুনায় প্রবেশ করেন। রাত সাড়ে সাতটার দিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শুরু হয় বিএনপির। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর আগে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপরে যেভাবে হামলা হয়েছে তা ন্যক্কারজনক, দুঃখজনক বলাতে কাভার করে না। নুরের ওপরে হামলা হয়েছে, এর ষড়যন্ত্র গভীরে। এর সঙ্গে যারা যারা জড়িত তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে সেরকম সিদ্ধান্তই নেওয়া যেতে পারে বলেও আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।’ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের বলেন, ‘জুলাই সনদের ক্ষেত্রে ১৯টা বিষয় নিয়ে আমরা সকল রাজনৈতিক দল ঐকমত হয়েছি। এগুলো আমরা মনে হয় ঐকমত্য পোষণের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অল্পসংখ্যক দল আমাদের ঐকমত্য পোষণের ১৯ বিষয় বাস্তবায়ন ও আইনি ভিত্তি দিতে কিছুটা বাধা দিচ্ছে। তারা বলছে, আগামী নির্বাচিত সরকার আসলেই এগুলো বাস্তবায়ন হবে। আগামী সরকার এসে যদি এটা বাস্তবায়ন করে তাহলে আমরা ঐকমত্য কমিশনে এ সময় নষ্ট করলাম কেন? তাহলে এই সংস্কারটা তো পরবর্তী সরকারই উদ্যোগ নিতে পারত। জুলাইয়ের যে চেতনা আমরা সেটাতে ঐক্যবদ্ধ হয়ে এটা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি। বৈঠকে অংশ গ্রহণ করেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বাধীন ৪ সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)। অপর দিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন এনসিপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠকের পর গণমাধ্যমকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গুম কমিশনের প্রতিবেদন আমলে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে এনসিপি। দলটির নেতা আদীব বলেন, ‘গুম স্পষ্টভাবে উল্লেখ করেছে, গত ১৫ বছর ধরে যেসব বিচারবহির্ভূত হত্যাকা-, গুম-খুন হয়েছে সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি করেছি, সরকার গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার সদস্যরা এ ধরনের অভিযোগে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে যেন সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করে।’ এদিকে জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন যেন গণপরিষদ নির্বাচন হয়, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ৫৪ বছরের যে রাজনৈতিক সংকট, যে একক ব্যক্তিকেন্দ্রিক, স্বৈরতান্ত্রিক যে মনোভাব এবং কাঠামো গড়েছে, সেটার স্থায়ী সমাধানের জন্য গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সেটার মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের বিষয়ে নারায়ণগঞ্জ বিএনপি নেতারা বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। বৈঠকে নিশ্চিত হওয়া গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নারায়ণগঞ্জ জামায়াত নেতারা বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি আগেই নিয়েছি। নারায়ণগঞ্জ এসনিপি নেতারা বলেন, আমরা নির্বাচন করব। আমরা নির্বাচনের বিরোধীতা করিনা। তবে নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের দাবি জানাচ্ছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা