আজ শনিবার | ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২ ভাদ্র ১৪৩২ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ১:২৩

নারায়ণগঞ্জে সম্ভ্যাব্য প্রার্থীর ছড়াছড়ি

ডান্ডিবার্তা | ৩১ আগস্ট, ২০২৫ | ৬:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগাম হাওয়া বইতে শুরু করেছে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে। এরই মধ্যে ঘোষিত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ, গণসংযোগ ও নানা কর্মসূচিতে এই হাওয়া ক্রমেই গরম হয়ে উঠছে। মনোনয়ন দৌড়ে এখানে আছেন শিল্পপতিরাও। তাঁদের কে কোন দল থেকে মনোনয়ন চাইবেন, কে মনোনয়ন পেতে পারেন—এ নিয়েও চলছে জোর আলোচনা। কোনো কোনো আসনে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীরাও এলাকায় এসে ভোটের মাঠে তৎপরতা চালাচ্ছেন। আওয়ামী লীগের পতনের পর নারায়ণগঞ্জে রাজনীতির মাঠ নতুনভাবে সাজানো হচ্ছে। একই সঙ্গে দল ও ভোটের মাঠ গোছাচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল। বড় দল বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী বাড়ছে। এরই মধ্যে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস তাদের প্রার্থী ঘোষণা করেছে। ভোটের মাঠে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)সহ আরো কয়েকটি দলের প্রার্থীরা। জমিয়তে উলামায়ে ইসলামও ভোটের মাঠে লড়াইয়ের আগাম প্রস্তুতি নিচ্ছে। গণসংহতি আন্দোলন এখনো সব আসনে প্রার্থী ঘোষণা করেনি। রূপগঞ্জ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীর মধ্যে আছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির। তাঁদের পক্ষে সমর্থক-কর্মীরা এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে তৎপর রয়েছেন। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের রূপগঞ্জ থানা কর্মপরিষদের সদস্য আনোয়ার হোসেন মোল্লা। খেলাফত মজলিসের প্রার্থী দলের রূপগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের রূপগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মুফতি এমদাদ উল্লাহ হাসেমীকে। সিপিবি থেকে লড়তে প্রস্তুতি নিচ্ছেন দলের জেলা কমিটির সদস্য ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চন্দন। আড়াইহাজার আসনে বিএনপি থেকে মনোনয়ন আশা করছেন দলের ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, দলের সহ-অর্থনীতিবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। তাঁদের পক্ষে কর্মী-সমর্থকরা গণসংযোগ ও উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে সরব রয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী দুপ্তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস মোল্লা। এ ছাড়া এ আসনে খেলাফত মজলিসের প্রার্থী দলের জেলা কমিটির সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলের মহানগর কমিটির সহসভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব। সিপিবি থেকে লড়াই করতে প্রস্তুতি নিচ্ছেন দলের জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। সোনারগাঁ আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম, ফতুল্লা-সিদ্ধিগঞ্জ আসনের সাবেক এমপি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। এ ছাড়া মনোনয়ন চাইছেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস এম অলিউর রহমান আপেল, উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বকুল। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, শিক্ষাবিদ লেখক ও গবেষক অধ্যক্ষ ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলের উপজেলা কমিটির সেক্রেটারি ফারুক আহাম্মদ মুন্সি। এ আসনে খেলাফত মজলিসের প্রার্থী দলের সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি মুফতি সিরাজুল ইসলাম। সিপিবি থেকে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন দলের জেলা কমিটির সম্পাদকম-লীর সদস্য আব্দুল সালাম বাবুল। এখানে বাসদের হয়ে লড়তে চাইছেন দলের উপজেলা সমন্বয়ক বেলায়েত হোসেন। এনসিপি থেকে ভোটের মাঠে লড়তে চান দলের কেন্দ্রীয় সংগঠক তুহিন মাহমুদ। গণসংহতি আন্দোলনের সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা কমিটির সমন্বয়ক মোমিন হোসেন প্রান্ত। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ এই আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ আলম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জব্বার। এ ছাড়া খেলাফত মজলিসের প্রার্থী দলের মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী। এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন। গণসংহতি আন্দোলনের সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন দলের জেলা কমিটির সদস্য মশিউর রহমান রিচার্ড এবং জেলা কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জাহিদ সুজন। এই আসনে সিপিবির হয়ে ভোটে লড়তে প্রস্তুতি নিচ্ছেন দলের জেলা কমিটির সম্পাদকম-লীর সদস্য, শ্রমিক নেতা ইকবাল হোসেন, বাসদের হয়ে ভোটের মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সেক্রেটারি ও জেলা কমিটির সভাপতি সেলিম মাহমুদ। গণ অধিকার পরিষদ থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন দলের মহানগর কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া।সদর-বন্দর এই আসনে বিএনপি থেকে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন এ আসনের তিনবারের সাবেক এমপি, মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর আহাম্মেদ বাবুল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ টিপু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল, যুক্তরাজ্যপ্রবাসী প্রফেসর ড. আলিয়ার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমদকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী করা হয়েছে দলের মহানগর কমিটির সভাপতি মুফতি মাসুম বিল্লাহকে। খেলাফত মজলিসের প্রার্থী দলের যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, গণসংহতি আন্দোলনের মনোনয়ন চাইছেন দলের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, জমিয়তে উলামায়ে ইসলাম জেলা কমিটির সেক্রেটারি মাওলানা ফেরদাউসুর রহমান সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন। এনসিপির সম্ভাব্য প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু। এখানে সিপিবির কেন্দ্রীয় কমিটি ও জেলার কার্যকরী সদস্য মন্টু ঘোষ ভোটযুদ্ধে লড়তে চাইছেন। লড়তে প্রস্তুতি নিচ্ছেন বাসদ থেকে দলের জেলা কমিটির সদস্যসচিব আবু নাঈম বিপ্লব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা