আজ শনিবার | ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২ ভাদ্র ১৪৩২ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ১২:১৩

ফতুল্লায় লিটন ও টুটুলের মাদক ব্যবসা তুঙ্গে!

ডান্ডিবার্তা | ০৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:৩৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় থানা পুলিশের মাঝেমধ্যে মাদকবিরোধী অভিযানে চুনোপুঁটি মাদক কারবারিরা ধরা পড়লেও চিহ্নিত রাঘব-বোয়াল মাদক কারবারিরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। মাদক বিক্রির টাকায় দেশী-বিদেশী অস্ত্রের সমাহার গড়ে তুলেছে মাদক বিক্রেতারা যার ফলে মাদক বিক্রি-সেবন ও বাণিজ্যক কেন্দ্র হয়ে উঠছে ফতুল্লা। আর পুলিশের নিরবতার সুযোগে ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেন্সিডিলসহ নানা ধরনের মাদক পাড়া-মহল্লায় সহজলভ্য হয়ে পড়েছে। ফলে ফতুল্লার ঘনবসতিপূর্ণ আশপাশ এলাকায় ভয়াবহ আকার ধারণ করছে মাদক ব্যবসা। এলাকাবাসীর অভিযোগ, ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার করছে একাধিক মামলার আসামি লিটন ওরফে টিকে মরা লিটন ও ভাগিনা টুটুল তারা ফতুল্লা মডেল থানার ১ কিলোমিটার দূড়ে দাপার অরিয়ন গ্রুপ বালুর মাঠ, খোঁচপাড়া, বেপারিপাড়া. পাইলট স্কুল মাঠ, কবরস্থান রোড, রেম্ভু ডাইং মোড়সহ আশপাশ এলাকা। মামা লিটন ভাগিনা টুটুল নিজেরা আড়ালে থেকে কিশোর বাহিনী তৈরি করে ফোনে অর্ডার পেলেই তাদের বাহিনী দিয়ে অভিনব কৌশলে গ্রাহকের কাছে পৌঁছে দেয় মাদক। অনুসন্ধানের জানাগেছে, এই সিন্ডিকেটে রয়েছে অসাধু পুলিশ সদস্য, কিছু বিশেষ ব্যক্তি, রাজনীতিবীদ, জনপ্রতিনিধিসহ প্রভাবশালী ব্যক্তিরা। এ কারনে বরাবরই কিছু মাদকের চুনোপুঁটি ধরা পরলে ও গডফাদাররা অধরা থেকে যাওয়ায় ফতুল্লায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ হচ্ছে না।প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উল্লেখিত মাদক স্পটে চলে মাদক বেঁচাকেনা। এদের মধ্যে উল্লেখ যোগ্য ভাবে সাধারন মানুষের মুখে মুখে রয়েছে মাদক ব্যবসায়ী টিকে মরা লিটন ও টুটুল। সর্ম্পকে তারা ঊভয়ে মামা-ভাগিনা। আর এ মামা-ভাগিনার মাদকের বিশাল সিন্ডিকেট যেন পুরো এলাকাগুলোতে মাদক এখন ওপেন সিক্রেট বিষয়। প্রকাশ্যেই হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মরন নেশা বিভিন্ন প্রকারের মাদক। স্থানীয়দের মতে, মাদক অপরাধীকে গ্রেফতার করতে এখানে পুলিশের কোন অভিযান চলে না। তবে বিশেষ কিছু ব্যক্তির কল্যানে নিয়মিত মাসোহারার লেনদেনের কারনে থানা পুলিশ এখানে আসেননা। আবার এ মাদকের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদী হয়ে উঠলে তাদেরকে অপরাধী সাজাতে উঠ-পড়ে লেগে পড়েন মামা-ভাগিনার মাদক স্পট থেকে নিয়মিত মাসোয়ারা আদায়কারীরা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, নারায়ণগঞ্জে মাদক নিয়ন্ত্রনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সতেচন হতে হবে। মাদক ব্যবসায়ীদের পাশাপাশি মাদকের শেল্টারদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া জরুরী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা