আজ শনিবার | ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২ ভাদ্র ১৪৩২ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ১২:১২

ফতুল্লায় কালবেলার সাংবাদিককে পিটিয়ে জখম

ডান্ডিবার্তা | ০৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:৪৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার চেস্টার ঘটনায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মামলা করায় দৈনিক কালবেলার সাংবাদিক রাতুল(২৮) ও তার পিতা মোঃ আলাউদ্দিন কে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতা মুসলিম ও তার নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে ফতুল্লার রেলস্টেশন প্লাটফর্ম এলাকায়। এদিকে ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও ঘটনার সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করেনি পুলিশ। একই সাথে হামলায় আহত সাংবাদিকের দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ। এতে করে সাংবাদিক মহলে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অতিদ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার সহ দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা না হলে নানা কর্মসূচী দিবে সাংবাদিক মহল। হামলার শিকার সাংবাদিক রাতুল জানায়, গত কয়েকদিন পূর্বে তুচ্ছ ঘটনার জেরধরে তার ছোট ভাই কে ফতুল্লা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুসলিম মিয়ার আর্শীবাদপুস্ট জাহিদ বাহিনীর কিশোর গ্যাং সদস্যরা কুপিয়ে হত্যার চেস্টা করে। এ ঘটনায় সে বাদী হয়ে একটি হত্যার চেস্টার মামলা দায়ের করেন ফতুল্লা মডেল থানায়। পুলিশ ঘটনার পরপরই জাহিদ বাহিনীর দুই কিশোর গ্যাংয়ের সদস্য কে গ্রেফতার করে। মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নিতে তাকে সহ পরিবারের সদস্যদের চাপ দিয় আসছিলো। গত বুধবার দুপুরে সে এবং তার বাবা একটি বিশেষ কাজে রেল স্টেশন প্লাট ফর্মের পেছনে গেলে মামলার প্রধান আসামী রবিন তাদের কে দেখে গালমন্দ করতে থাকে। এতে তারা প্রতিবাদ করলে বিএনপি নেতা মুসলিমের নেতৃত্বে জাহিদ,ভাগিনা শাহিন, পিচ্চি শাহিন সহ ১৫-২০ জন সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিলন ফকির কে মুঠোফোনে অবগত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের হাত থেকে তাদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। হামলাকারীরা তার ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম তা মামলা হিসেবে রেকর্ড করতে অস্বাীকৃতি জানিয়েছে বলে তিনি জানান। ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার না করায় গণমাধ্যম কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃস্টি হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা