
ডান্ডিবার্তা রিপোর্ট
আসন্ন নির্বাচন নিয়ে এবার বিএনপি ও জামায়াতের মধ্যে রাজনৈতিক বিরোধ চরম আকার ধারণ করেছে। জামায়াত চায় পিআর প্রদ্ধতি। আর বিএনপি চায় স্বাভাবিক প্রদ্ধতি। এ নিয়ে চলছে বাক যুদ্ধ। এ বিষয়ে যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ড. মো. মনিরুজ্জামান মনির এ কথা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ৮৬ সালে বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যারা ২৬ বছর বিএনপির পৃষ্ঠপোষকতায় থেকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল, যাদেরকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে এ দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, সেই শক্তি কেন যেন চায় না বাংলাদেশ শান্ত থাকুক। বাংলাদেশ শান্ত থাকলে তাদের মন খারাপ হয়ে যায়। তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই পদ্ধতিতে নির্বাচন হলে ভোট দেবেন সন্দীপে, এমপি হবে মালদ্বীপে। ড. মনির জামায়াতকে উদ্দেশ্য করে আরও বলেন, এই অপশক্তি তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে। তারা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে আসছে। পৃথিবীর কোন আলেম ওলামা কি জান্নাতের টিকিট বিক্রি করতে পারেন? এই মুনাফেকদের আস্তাকুড়ে ছুড়ে ফেলতে হবে। তিনি বলেন, বিগত ১৭ বছর ডামি নির্বাচন করেছে আওয়ামীলীগ। দিনের ভোট রাতে করে গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে তারা। তিনি এসময় জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ১৭ বছরের আন্দোলন শেষে যখন জাতি আশা বেঁধেছে গণতান্ত্রিকপন্থায় একটি সুষ্ঠু নির্বাচনের তখন তারা ষড়যন্ত্র শুরু করেছে। তিনি আরো বলেন, বিগত দিনে কেউ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে। সেই ভোটে তারেক রহমান মনোনীত ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, পিআর পদ্ধতির দাবি আদায় না হলেও আবারও জনগণ রাজপথে নেমে আসবে। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন বাস্তবায়নের জন্য প্রয়োজনে আবার জুলাই আসবে। জুলাই চেতনাই হচ্ছে, ক্ষমতা নয় জনতা। জনতা যেভাবে চায় রাষ্ট্র সেভাবেই পরিচালিত হবে। দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় কিন্তু অন্তর্র্বতী সরকার কার স্বার্থে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিচ্ছে না জনগণ সেটি জানতে চায়। তিনি আরও বলেন, পুরোনো ব্যবস্থা বাংলাদেশ আর চলতে পারে না। যেই ব্যবস্থায় শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে সেই ব্যবস্থা পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারাও ফ্যাসিস্ট হয়ে উঠবে। বরং কারো কারো দলীয় কর্মকা-ে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে, তারা কোনোমতে একবার ক্ষমতায় বসতে পারলে শেখ হাসিনার চেয়েও বেশি স্বৈরাচার ও ফ্যাসিস্ট হবে। তিনি বলেন, শেখ হাসিনার তৈরি সংবিধান জনগণ মানে না বলেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। যেই সংবিধান জনগণের অধিকার কেড়ে নিয়েছে, স্বাধীনতা কেড়ে নিয়েছে সেই সংবিধান জনগণ মানে না, মানবে না। ড. হেলাল উদ্দিন বলেন, অন্তর্বতী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেই সময়ের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে গণহত্যার বিচার নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন করা সম্ভব। কারণ সরকারের নির্বাচনি রোডম্যাপ মোতাবেক এখনো ৬ মাস সময় হাতে রয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার নিশ্চিত ও পিআর পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করতে সর্বোচ্চ ১ মাস হলেই যথেষ্ট।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯