
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এবং গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় এৎববহ টসনৎবষষধ প্রকল্পের বাস্তবায়নে পেশাগত গাড়ি চালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ এবং ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটি) চেয়ারম্যান জনাব আবু মমতাজ শাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন এফ. এম. মোঃ মশিউর রহমান, বিকেএমই সভাপতি মোঃ হাতেম, সহ-সভাপতি মোর্শেদ সরোয়ার সোহেল, নারায়ণগঞ্জ জেলা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তাসহ রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে সড়ক দুর্ঘটনার ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরে বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারাদেশে ৩,৪৬৬টি দুর্ঘটনায় ৩,৩২৩ জন নিহত এবং ৪,১২০ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জ জেলায় একই সময়ে ১০০টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। এর অন্যতম কারণ হিসেবে ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণহীন চালক-হেলপার, চাকরির অনিশ্চয়তা এবং বিরতিহীন ড্রাইভিংকে দায়ী করা হয়। জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ: ৫৪ জন বেসরকারি গাড়িচালক ও ৫২ জন হেলপারকে বিশেষ প্রশিক্ষণ প্রদান। জেলাপুল ও মাস্টাররোলভুক্ত ২৮ জন চালকের জন্য প্রশিক্ষণ। ৫টি কোম্পানির ২১৬ জন চালক ও ৭৬ জন হেলপারের তথ্যভিত্তিক ডাটাবেইজ তৈরি। চালকদের ব্লাড গ্রুপ নির্ণয়। চালক ও হেলপারদের পৃথক ইউনিফর্ম প্রদান। প্রয়োজনীয় তথ্য সম্বলিত আইডি কার্ড প্রদান। নারায়ণগঞ্জের ৩২টি বাস কোম্পানির চালক ও হেলপারদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরির কার্যক্রম। ঠবযরপষব গধহধমবসবহঃ ঝুংঃবস (ঠগঝ) সফটওয়্যার চালু করে সড়ক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জানান, আন্তর্জাতিকমানের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ চালু করা হবে। প্রতিজন প্রশিক্ষণার্থীকে ১৮,০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। চালকদের অবসর জীবনে পেনশন ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের উদ্যোগও চলছে। তিনি আরও বলেন, “প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চালকদেরও প্রশিক্ষিত হতে হবে। শুধু প্রশিক্ষণ ও পোশাক নয়, এর মর্যাদা রক্ষা করতে হবে। যাত্রী ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম, গাড়ির ফিটনেস রক্ষা এবং দায়িত্বশীল ড্রাইভিং ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়।”
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯