
ডান্ডিবার্তা রিপোর্ট
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। নতুন এ পরিস্থিতিতে দীর্ঘ ১৮ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা এখন অনেক উজ্জীবিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা প্রস্তুত। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন-একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এতে ভোট দিতে জনগণ মুখিয়ে আছেন। প্রার্থী বাছাইয়ে জরিপ চলছে জানিয়ে বলেন, প্রাধান্য দেওয়া হবে অপেক্ষাকৃত তরুণদের। নির্বাচনি ইশতেহার তৈরি হচ্ছে জানিয়ে বলেন, সেখানে অগ্রাধিকার পাবে কর্মসংস্থান। অন্তর্বতী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বড় দল হিসাবে এবার প্রতিটি আসনে বিএনপির একাধিক নেতা মনোনয়ন চাইবেন। প্রার্থী ঠিক করতে কোনো জরিপ হচ্ছে কি না?- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘হ্যাঁ, জরিপ তো হচ্ছেই।’ সাক্ষাতকারে বিএনপি মহাসচিবের কাছে জানতে চাওয়া হয়, দেশের মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশই তরুণ। এবার মনোনয়নের ক্ষেত্রে তরুণ নেতাদের কতটা প্রাধান্য দেওয়া হবে?- জবাবে তিনি বলেন, ‘সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে।’ প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য প্রাধান্য পাবে?- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘প্রার্থীর জনপ্রিয়তা। তার নির্বাচন করার ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা। জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা। বিগত আন্দোলনে তার অংশগ্রহণ কেমন ছিল।’ এবার বিদ্রোহী প্রার্থী প্রতিরোধে বিএনপি কতটুকু সক্ষম হবে?- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সব সময়ই বিএনপির অনেক প্রার্থী ছিল। প্রার্থীদের বিএনপি ঠিকই হ্যান্ডল করতে পেরেছে।’ নির্বাচনি ইশতেহার প্রণয়নের কাজ বিএনপি শুরু করেছে কি না?- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ব্রড আউটলাইনগুলো তৈরি করছে। পুরোটা তৈরি করবে যখন নির্বাচনের তফশিল ঘোষণা হবে।’ এদিকে বিএনপির এ সিদ্ধান্তে নারায়ণগঞ্জের তরুণ প্রার্থীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। তারা নতুন করে মাঠে নামতে শুরু করেছেন।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯